Saturday, November 15, 2025

জামশেদপুর থেকে নিখোঁজ মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়া আরোগ্য

Date:

ফের মানবিকতার পরিচয় দিল চুঁচুড়া আরোগ্য (Arogya, Chunchura)। জামশেদপুর থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এক মহিলা। কথা বলতে বা লিখতে পারেন না। খুব স্বাভাবিক ভাবেই তাঁর পরিচয় জানা বেশ কষ্টকর ছিল। কিন্তু তা সত্ত্বেও চুঁচুড়া আরোগ্য-র সহযোগিতায় বাড়ি ফিরলেন ওই মহিলা । দিন পাঁচেক আগে ব্যান্ডেল কেওটা এলাকা থেকে এক মহিলাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। সেই সময় ওই মহিলা কথা বলতে বা লিখে কিছু বোঝাতে না পারায় কেউ কিছু না বুঝতে পেরে চুঁচুড়া আরোগ্যের হাতে ওই মহিলাকে তুলে দিয়ে যান। এরপর বিভিন্ন ভাবে খোঁজখবর শুরু করে চুঁচুড়া আরোগ্য।মহিলার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায় যেখানে জামশেদপুর এর একটি সোনার দোকানের ঠিকানা ছিল।কিন্তু সেখানে খোঁজ করেও মহিলার পরিচয় বা বাসস্থানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত (Indrajit Dutta)জামশেদপুর এর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করেন। তাঁরা এই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোঁজ খবর শুরু করে। এরপরই ওই মহিলার বাড়ির খবর পাওয়া যায়।

এই বিষয়ে ইন্দ্রজিৎ দত্ত বলেন উদ্ধার হওয়া মহিলা কোনও কথা বলে বা লিখে কিছুই জানাতে পারছিলেন না। তাই ওনার ঠিনানা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল । এরপর সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ওনার বাড়ির লোক জামশেদপুর সেচ্ছাসেবী সংস্থার মাধ্যম চুঁচুড়া আরোগ্যের সাথে যোগাযোগ করে। এরপর মঙ্গলবার রাতে জামশেদপুর থেকে ওই মহিলার ছেলে ও পরিবারের লোকজন আসেন এবং ওই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

 

 

 

 

Related articles

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...
Exit mobile version