Monday, August 25, 2025

প্রমাণের আগেই দো*ষী সাব্যস্ত করা হচ্ছে: নুসরতের পক্ষে মন্তব্য মমতার, ইঙ্গিত বিরোধী সাংসদের দিকে!

Date:

নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ। দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো মতে, “প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করা হচ্ছে।“ এর আগেও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের হয়েছে। বুধবার, এই বিষয় নিয়ে, নিজে সংবাদিক বৈঠক করে নুসরত দাবি করেছেন, তিনি নির্দোষ। এর কিছুক্ষণের মধ্যেই নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এই বিষয় নিয়ে আমি কিছু বলব না। এটা ওদের নিজেদের বিষয়, সেটা ওরা নিজেরাই বলবে। কিন্তু প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। ডিরেক্টর তো অনেকেই থাকে, নুসরত যদি কোনও জায়গার ডিরেক্টর থেকেও থাকে, তাহলে ওরকম ডিরেক্টর তো অনেক আছে।“

মমতার কথায়, “ওদেরও তো একজন সাংসদ আছে, যার বিরুদ্ধে ইডি-তে কমপ্লেন আছে। যে বিদেশেও গিয়েছিল চিটফান্ডের মালিকের সঙ্গে। আমি নাম বলব না।“ কে সেই সাংসদ! কার কথা বললেন মমতা! এনিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তখন শোনা যাচ্ছে, সেই সাংসদ নাকি হুগলির বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু এই নাম হাওয়ায় ভাসছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “আমার বাড়িতেও একজন বিএসএফের ড্রেস পরে, বন্দুক নিয়ে এসেছিল। পুলিশকে ভয় দেখানো, চমকানো, বিডিওদের চমকানো-ধমকানো আমরা বরদাস্ত করব না।“

এর আগেও মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেছেন, এক শ্রেণির সংবাদ মাধ্যম তথ্য যাচাই না করেই খবর প্রচার করছে।

 

 

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version