Sunday, May 4, 2025

ভয়াবহ রেল দুর্ঘটনার (Rail Accident) মাস দুয়েক পেরিয়ে গেলেও দেহ শনাক্তকরণের (Body Identification) প্রক্রিয়া এখনও সেই তিমিরেই পড়ে রয়েছে। সূত্রের খবর, ভুবনেশ্বরের এইমস হাসপাতালে (Bhubaneshwar AIIMS) এখনও থরে থরে পড়ে রয়েছে বহু দেহ। সংখ্যাটা নেহাতই কম নয়, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express) মৃত ২৯ জনের দেহ হাসপাতালে পড়ে রয়েছে বলে খবর। এর আগে ডিএনএ পরীক্ষা (DNA Exam) করে একাধিক মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছিল। কিন্তু তারপরও একাধিক দেহ এখনও শনাক্ত করা যায়নি। আর তা সামনে আসতেই কেন্দ্রের চরম গাফিলতির ছবি ফের সামনে এল। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রের মোদি সরকারকে (Narendra Modi Government)।

তবে এইমস-র তরফে জানানো জানিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল থেকে ১৬২ জনের দেহ পাঠানো হয়েছিল ভুবনেশ্বর এইমসে। সেখানেই প্রথম দফার ডিএনএ পরীক্ষার পর ৮১ জনের দেহ শনাক্ত করতে সক্ষম হয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে দ্বিতীয় দফার ডিএনএ পরীক্ষার পর ৫২ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হলেও বাকি ২৯ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। তা হাসপাতালেই থরে থরে সংরক্ষণ করা রয়েছে চলে খবর।

গত ২ জুন সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে আচমকাই তিন ট্রেনের সংঘর্ষ হয়। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান প্রায় ৩০০ জন। আহত হন বারোশোরও বেশি যাত্রী। এমন পরিস্থিতিতে বড় বিপাকে পড়ে কেন্দ্রের মোদি সরকার।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version