“চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে”, সংসদে দাঁড়িয়ে হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর!

তৃণমূল সহ বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ রাজনীতিতে পেরে না উঠে এজেন্সিকে কাজে লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ইডি-সিবিআইকে নিজেদের শাখা সংগঠনের মতো কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির

বছর পেরোলেই লোকসভা নির্বাচনে। তার আগে বিরোধী ঐক্য INDIA জোট রাতের ঘুম কেড়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। তাই বিরোধীদের চাপে রাখতে সেই পুরোনো কৌশল ব্যবহার করছে গেরুয়া শিবির। কথায় কথায় বিরোধীদের ইডি-সিবিআই দিয়ে চমকানোর প্রবণতা আরও বাড়ছে। তৃণমূল সহ বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ রাজনীতিতে পেরে না উঠে এজেন্সিকে কাজে লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ইডি-সিবিআইকে নিজেদের শাখা সংগঠনের মতো কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির।


আরও পড়ুনঃ লোকসভায় পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল! তীব্র ক্ষুব্ধ কেজরিওয়াল, বিরোধিতা INDIA-র

কেন্দ্রের বিরুদ্ধে ইডি-সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রী সেই অভিযোগে সিলমোহর দিয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, “চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।” তাঁর এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে। সংসদে বিরোধীদের টুঁটি চেপে ধরে গণতন্ত্র ভূ-লুণ্ঠিত করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। বিরোধিতায় একজোট হয়ে সরব বিরোধীরা।


প্রসঙ্গত, সংসদে দিল্লি সার্ভিসেস বিল নিয়ে আলোচনার সময় যথারীতি হট্টগোল করছিলেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি হুমকির সুরে বলে ওঠেন, “এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে।” তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।”

Previous articleটম্যাটো কৃষকের উপর ফের হা*মলা, লক্ষাধিক টাকা লুট দুষ্কৃতীদের
Next articleবেহালার শিশুমৃ*ত্যুর ঘটনায় গ্রে*ফতার ঘাতক লরির চালক