Monday, November 17, 2025

দল ও কেন্দ্রের বিরুদ্ধে বি.দ্রোহ দেখিয়ে বিধানসভায় অবস্থান বি.ক্ষোভে বিজেপি বিধায়ক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে নিজের দল এবং কেন্দ্রের সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnuprasad Sharma)। শুধু ক্ষোভ প্রকাশ করাই নয়, রাজ্য বিধানসভায় অবস্থানে বসলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। আজ, শুক্রবার সকাল থেকে বিধানসভায় ডঃ আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।

নিজের দল বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে বিষ্ণু প্রসাদ শর্মা বলেন, “আমি পাহাড়ের জনপ্রতিনিধি। পাহাড়ের মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। পাহাড়ের মানুষকে দিনের পর দিন আশা দেখানো হলেও তা পূরণের ন্যূনতম উদ্যোগও নেওয়া হয়নি। এর প্রতিবাদে পাহাড়জুড়ে আন্দোলন ক্রমেই তীব্রতর হচ্ছে। পাহাড়ের মানুষের এই আন্দোলনের সঙ্গে আমিও আছি, সেটা জানাতেই আম্বেদকরের মূর্তির পাদদেশে আমার এই অবস্থান বিক্ষোভ।”

নিজের দল এবং মোদি সরকারের বিরুদ্ধেও আঙুল তুলেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। তিনি বলেন, “আমাদের হাতে সংসদের মাত্র একটা সেশন বাকি আছে। কিন্তু গোর্খাল্যান্ড ইস্যু আজ পর্যন্ত সংসদের ভিতর তোলা হয়নি। তাই পাহাড়ের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না। কাজে দেখতে চায়।”

প্রসঙ্গত, গোর্খাল্যান্ড-এর স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সাংসদ পেয়ে আসছে বিজেপি। ২০১৯ শেষবার লোকসভা নির্বাচনেও পাহাড়বাসী উজাড় করে ভোট দিয়েছিল বিজেপিকে। কিন্তু গোর্খাল্যান্ডের স্বপ্নপূরণ হয়নি। আবার সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে পাহাড়ে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এদিন সে প্রসঙ্গও টেনে আনেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ। তাঁর কথায়, “লোকসভায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি দল। সেই কারণেই এবারের পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে।” আগামিদিনে দলের ওপর ভরসা না রেখে পাহাড়ে লড়াইয়ের পথ তিনি নিজে ঠিক করবেন বলেও জানিয়েছেন কার্শিয়াঙের বেসুরো বিজেপি বিধায়ক।

 

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...