Saturday, May 3, 2025

দল ও কেন্দ্রের বিরুদ্ধে বি.দ্রোহ দেখিয়ে বিধানসভায় অবস্থান বি.ক্ষোভে বিজেপি বিধায়ক

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে নিজের দল এবং কেন্দ্রের সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnuprasad Sharma)। শুধু ক্ষোভ প্রকাশ করাই নয়, রাজ্য বিধানসভায় অবস্থানে বসলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। আজ, শুক্রবার সকাল থেকে বিধানসভায় ডঃ আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছেন বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।

নিজের দল বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে বিষ্ণু প্রসাদ শর্মা বলেন, “আমি পাহাড়ের জনপ্রতিনিধি। পাহাড়ের মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। পাহাড়ের মানুষকে দিনের পর দিন আশা দেখানো হলেও তা পূরণের ন্যূনতম উদ্যোগও নেওয়া হয়নি। এর প্রতিবাদে পাহাড়জুড়ে আন্দোলন ক্রমেই তীব্রতর হচ্ছে। পাহাড়ের মানুষের এই আন্দোলনের সঙ্গে আমিও আছি, সেটা জানাতেই আম্বেদকরের মূর্তির পাদদেশে আমার এই অবস্থান বিক্ষোভ।”

নিজের দল এবং মোদি সরকারের বিরুদ্ধেও আঙুল তুলেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। তিনি বলেন, “আমাদের হাতে সংসদের মাত্র একটা সেশন বাকি আছে। কিন্তু গোর্খাল্যান্ড ইস্যু আজ পর্যন্ত সংসদের ভিতর তোলা হয়নি। তাই পাহাড়ের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না। কাজে দেখতে চায়।”

প্রসঙ্গত, গোর্খাল্যান্ড-এর স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সাংসদ পেয়ে আসছে বিজেপি। ২০১৯ শেষবার লোকসভা নির্বাচনেও পাহাড়বাসী উজাড় করে ভোট দিয়েছিল বিজেপিকে। কিন্তু গোর্খাল্যান্ডের স্বপ্নপূরণ হয়নি। আবার সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে পাহাড়ে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এদিন সে প্রসঙ্গও টেনে আনেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ। তাঁর কথায়, “লোকসভায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি দল। সেই কারণেই এবারের পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে।” আগামিদিনে দলের ওপর ভরসা না রেখে পাহাড়ে লড়াইয়ের পথ তিনি নিজে ঠিক করবেন বলেও জানিয়েছেন কার্শিয়াঙের বেসুরো বিজেপি বিধায়ক।

 

 

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version