Saturday, January 10, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ রাজ্যপালের

Date:

Share post:

মাসখানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) অস্থায়ী উপাচার্য হিসেবে অমিতাভ দত্তকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাঁকে পদত্যাগের নির্দেশ দিলেন তিনি। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে(Amitabh Datta) পদত্যাগের নির্দেশ দেন রাজ্যপাল(Governor)। শুক্রবারই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন বোস।

উপাচার্য নিয়োগ নিয়ে একাধিকবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ‘একতরফা’ ভাবে উপাচার্য নিয়োগের বিরুদ্ধে সবর হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু রাজ্যপাল তাঁর মতো করেই অস্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া জারি রাখেন। এই টালমাটাল পরিস্থিতির মাঝেই গত মাসে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল অমিতাভ দত্তকে। কিন্তু দায়িত্ব নিলেও উপচার্য হিসাবে তাঁর প্রাপ্য সুযোগ সুবিধা তিনি নিচ্ছিলেন না। এবার ইস্তফার নির্দেশ গেল তাঁর কাছে।

এ প্রসঙ্গে রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমার এ বিষয়ে কিছু বলার নেই। উনি নিয়োগ করেছেন, উনিই তাঁকে ইস্তফা দিতে বলছেন। তাছাড়া উনি উপাচার্যের সুযোগ সুবিধা ও নিচ্ছেন না।” এর পাশাপাশি শিক্ষামন্ত্রী আরো বলেন, “এইসব নৈরাজ্যের অবসান ঘটাতেই আমরা বিল পাস করিয়েছি।”

এর পাশাপাশি রাজভবনের দুর্নীতি দমন শাখায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সংবাদমাধ্যমকে একথা জানিয়ে রাজ্যপাল বলেন, এই প্রতিষ্ঠানগুলি টাকার বিনিময়ে বেআইনি কাজ করছিল। যতদিন না এরা দুর্নীতি বন্ধে সন্তোষজনক পদক্ষেপ করছে ততদিন এরা অনুমোদন ফেরত পাবে না।

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...