Wednesday, August 27, 2025

‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই!’ ক্ষমা চেয়ে এজলাসেই ‘নাটকীয়’ ইস্তফা বম্বে হাইকোর্টের বিচারপতির

Date:

মেয়াদ শেষ হওয়ার আগেই সবাইকে চমকে দিয়ে পদত্যাগ করলেন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত বি. দেও। শুক্রবার ভরা এজলাসে নাটকীয়ভবে নিজের ইস্তফার কথা প্রকাশ্যে ঘোষণা করেন বিচারপতি দেও। পাশাপাশি সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘‘আত্মসম্মানের সঙ্গে আপস করার প্রশ্ন নেই।’’

নিজের ইস্তফার কথা বলতে গিয়ে এদিন সমস্ত আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি দেও বলেন, “আমি আপনাদের বকা দিয়েছি কারণ আমি চাই আপনারা আরও উন্নতি করুন। আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন।” বম্বে হাইকোর্টের দ্বিতীয় সর্বাধিক বর্ষীয়ান বিচারপতি আরও জানিয়েছেন, “আমি আপনাদের কাউকেই জেনে বুঝে আঘাত করতে চাইনি। আপনারা আমার পরিবারের মতো। কিন্তু আমি আর আমার আত্মমর্যাদার বিরুদ্ধে কাজ করতে পারছি না।”

২০১৭ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজে যোগ দেন  রোহিত বি. দেও। তার আগে অবশ্য মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল এবং নাগপুরের অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদও সামলেছেন তিনি। এরপর ২০১৯ সালে তিনি বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারক পদে স্থায়ীভাবে নিযুক্ত হন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচারপতি পদে মেয়াদ শেষ হওয়ার পরেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এত আগেই তাঁর এই পদত্যাগ বম্বে হাইকোর্টের সদস্য ও কর্মীদের সবাইকেই চমকে দিয়েছে।

প্রসঙ্গত ২০২২ সালের অক্টোবরে বিচারপতি রোহিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগের মামলায় বেকসুর খালাস করেছিলেন। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত মুক্তির নির্দেশও দিয়েছইলেন তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট অবশ্য নাগপুর বেঞ্চের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। নাগপুর বেঞ্চকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেয়।

আরও পড়ুন- মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version