Friday, August 22, 2025

অ.শান্তি থামছে না! মণিপুরে খু.ন পুলিশ আধিকারিক, একাধিক থানায় হা.মলা উন্মত্ত জনতার

Date:

দীর্ঘ ৩ মাস কেটে গেলেও নতুন করে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। বৃহস্পতিবার থেকে মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে হামলার ঘটনা। ইম্ফল (Imphal) পশ্চিম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি বিষ্ণুপুরের (Bishnupur) নারানসেইনায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদর দফতরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ লুঠ করে চম্পট দিয়েছে উন্মত্ত জনতা। লুঠ করা আগ্নেয়াস্ত্রের মধ্যে একে-৪৭ এর পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে খবর। সেই সঙ্গে ১৯ হাজার রাউন্ড কার্তুজও লুঠ করেছে হামলাকারীরা। ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুঠ হওয়ায় রাজ্যের পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

মণিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলার সেঞ্জাম চিরাংয়ে পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। এদিন দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক পুলিশ আধিকারিক। গুরুতর জখম হন আরও এক ভিলেজ পুলিশ কর্মী। সেঞ্জাম চিরাংয়ের পাশাপাশি কোউটুক, হারাওথেলেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। দু’পক্ষের মধ্যে গুলি যুদ্ধে বেশ কয়েকজন আহত হন বলে খবর।

তবে শুক্রবার রাতের হামলার পিছনে অস্ত্র ছিনতাই আসল উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে মণিপুর পুলিশ ও অসম রাইফেলসের অস্ত্রাগার লুঠ হয়েছে। তিন হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র লুঠ করা হয়।

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version