Monday, August 25, 2025

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মহাকাশে ইতিহাস গড়বে ভারত। চলতি মাসের ২৩-২৪ তারিখ নাগাদ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তবে এবার মহাকাশের পাশাপাশি মহা সমুদ্রেও দাপট দেখাবে ভারত (India)। গভীর অনুসন্ধান এবং গবেষণার কারণে এবার মহাসাগরের প্রায় ৬০০০ মিটার গভীরে যাচ্ছে সাবমার্সিবল সাবমেরিন সমুদ্রযান (Samudrayaan) মৎস্য-৬০০০ (MATSYA 6000)। এই প্রথম বিজ্ঞানীদের নিয়ে জলের এতটা গভীরে যাচ্ছে জলযান। ইতিমধ্যেই ভারতীয় সাবমেরিনের (MATSYA 6000) ট্রায়াল রানের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।

সম্প্রতি টাইটান ডুবোজাহাজের মর্মান্তিক পরিণতি আরও একবার সমুদ্রের তলদেশের রহস্যকে বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় ভারতীয় সমুদ্র বিজ্ঞানীদের বড় পদক্ষেপ। আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স চিনের সঙ্গেই এলিট ক্লাবে যোগ দিয়েছে ভারতও। ২০২৬ সালে ভারতের ‘সমুদ্রায়ন মিশন-এর (Mission Samudrayaan) ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি (National Institute of Ocean Technology)। যেই সমুদ্রযানে চড়ে প্রথমবার ভারতীয় বিজ্ঞানীরা নামবেন অতল মহাসাগরের গভীরে। আগামী বছর থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাচ্ছে বলে খবর। সাগরের গভীরে প্রাথমিক সমস্যা হল জলের বিপুল চাপ সহ্য করা। প্রাথমিকভাবে ট্রায়ালের প্রথম পর্বে ৫০০ মিটার গভীরে পর্যন্ত নামানো হবে সমুদ্রযানটিকে। সামুদ্রিক চাপ সাবমেরিন ঠিক কতটা সহ্য করতে সক্ষম এবং সেই সময় আপৎকালীন ব্যবস্থা কতটা দ্রুত কাজ করবে- এই সবকিছু দেখে নিয়ে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ এই ট্রায়াল শুরু হবে। এবং আগামী ২০২৫ সালের শেষদিকে ৬ হাজার মিটার পর্যন্ত ট্রায়াল হবে।

সমুদ্রযান অভিযানের সূচনা হয় দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। প্রকল্পের খরচ ৬ হাজার কোটি টাকা। আপৎকালীন পরিস্থিতিতে এটি ১২ ঘণ্টা পর্যন্ত সমুদ্রের গভীরে টিকে থাকতে পারবে বলে জানিয়েছেন ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির গবেষক-ইঞ্জিনিয়াররা। পরে ট্রায়াল রানের রিপোর্ট দেখে এই সময়সীমা ৯৬ ঘণ্টা অবধি বাড়ানো হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে সমুদ্রের অতলে নিকেল, ম্যাঙ্গানিজ, কোবাল্ট সহ একাধিক খনিজ পদার্থের খোঁজ চালানো হবে। সমুদ্রের বাস্তুতন্ত্র নিয়েও পরীক্ষা চালানো হবে।

 

 

 

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version