Monday, August 25, 2025

খাবার নেই, নেই ঘরে ফেরার টাকা! গুরুগ্রাম হিং.সায় বিপদে পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

গত পাঁচ দিন ধরে হিংসার আগুন জ্বলছে হরিয়ানায়(Haryana)। এক ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে রক্তাক্ত ডাবল ইঞ্জিনের এই রাজ্যের একাধিক জেলা। ব্যাপক সংঘর্ষের মাঝে পড়ে সেখানে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা(migrate worker)। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে তাদের। এদিকে, অর্থনৈতিক সংকটে পড়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে অসহায় মানুষগুলিকে। নেই ঘরে ফেরার টাকাও। এই অবস্থায় প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন বাংলা(West Bengal) সহ একাধিক রাজ্য থেকে কাজের সন্ধানে আসা অসহায় পরিযায়ী শ্রমিকরা।

বাংলা থেকে হরিয়ানাতে কাজের সন্ধানে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের এক পরিযায়ী শ্রমিক বলেন, নুহতে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর রীতিমত আতঙ্কে রয়েছে আমরা। বাইরে কাজ নেই, বাড়িতে খাওয়ার কিছু নেই, কাছে টাকাও নেই যে রাজ্যে ফিরব। এমনই অবস্থা হরিয়ানায় কাজে যাওয়া ১০০টির বেশি পরিবারে। অসহায় এই পরিবার গুলির মধ্যে ইতিমধ্যেই ৮৫ টি পরিবার গুরুগ্রাম ছেড়ে বাংলায় ফিরে এলেও ১৫ টি পরিবারের কোথাও যাওয়ার মত জায়গা নেই। এই পরিস্থিতির মাঝেই বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়ে আসা হচ্ছে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। বলা হয়েছে মুসলিম পরিযায়ী শ্রমিকরা যেন অবিলম্বে গুরুগ্রাম ছাড়েন। গুরুতর এই অবস্থায় কার্যত অনাহারে দিন কাটাতে হচ্ছে অসহায় শ্রমিকদের।

শুধু পরিযায়ী শ্রমিক নয় গুরুগ্রামে যাদের বাড়িতে এই শ্রমিকরা ভাড়া থাকছেন সেই বাড়িওয়ালাদের উপর ও চাপ সৃষ্টি করছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যাবেলায় এমনই এক বাড়িওয়ালার ওপর চড়াও হয়েছিল কয়েকজন। মারধর করা হয় তাঁকে। এখন তিনি হাসপাতালে ভর্তি। বাড়ি বাড়ি যাঁরা কাজ করেন, তাঁদের তদারক করার দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, “আমার আন্ডারে ৩০ জন কাজ করেন। কিন্তু তাঁদের মধ্যে গত দু’দিন মাত্র ৪ জন কাজে আসছেন। তাঁদের মধ্যে একজনকে আবার সেদিন রাস্তায় ঘিরে ধরে মারধর করা হয়।” এরপরই তিনি বলেন, “আমরা সকলেই ভয়ে সিঁটিয়ে আছি। বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছি।” গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব জানান, “কিছু পরিযায়ী শ্রমিকদের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। স্পর্শকাতর জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে। চলছে রুটমার্চও।” তবে পুলিশের তরফে সাধারন মানুষকে আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটছে না পরিযায়ী শ্রমিকদের।

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...