আত্মীয়কে খু.নের চেষ্টা! পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতি

পুলিশ সূত্রে খবর, প্রথমে আত্মীয়কে বেধড়ক মারধর এবং পরে তাঁকে খুনের অভিযোগ ওঠে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। তবে ঠিক কী কারণে বিজেপির মণ্ডল সভাপতি আত্মীয়কে খুনের চেষ্টা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

0
1

আত্মীয়কে (Relatives) খুনের চেষ্টার অভিযোগ। বিজেপির (BJP) মহিষাদল (Mahishadal) ৫ নম্বর মণ্ডল সভাপতি অরুণ সিমলাইকে (Arun Simlai) গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সূত্রের খবর, আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগে মহিষাদলের বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে সুতাহাটা থানার পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর বিজেপির মণ্ডল সভাপতির এমন কাণ্ডে ইতিমধ্যে সরব বিরোধীরা।

পুলিশ সূত্রে খবর, প্রথমে আত্মীয়কে বেধড়ক মারধর এবং পরে তাঁকে খুনের অভিযোগ ওঠে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। তবে ঠিক কী কারণে বিজেপির মণ্ডল সভাপতি আত্মীয়কে খুনের চেষ্টা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন অরুণ। ইতিমধ্যে, ঘটনার কিনারা করতে বিজেপির মণ্ডল সভাপতির পারিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ।