Tuesday, November 4, 2025

টানা বৃষ্টির জের! উত্তরাখণ্ডে ধসের কারণে বাড়ছে মৃ.তের সংখ্যা, জোরকদমে চলছে উদ্ধারকাজ  

Date:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টি এবং ধসের (Landslide) জেরেই বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। উত্তর ভারতের এই রাজ্যে ক্ষতির পরিমাণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শনিবার রুদ্রপ্রয়াগে (Rudraprayag) ধসের কারণে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ১৭ জন। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসনের আশঙ্কা নিখোঁজ ব্যক্তিরা মন্দাকিনী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে।

শনিবার ধস নেমেছে কেদারনাথ মন্দির (Kedarnath) থেকে ১৬ কিলোমিটার দূরে। সূত্রের খবর, এদিন ধসের সময় এক দোকানে চার জন স্থানীয় বাসিন্দা এবং ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। ইতিমধ্যেই উদ্ধারকার্য (Rescue) শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Team)। ঘটনায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিচু এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ধসের কারণে উত্তরাখণ্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১১৭৬টি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেরাদুন সহ অন্তত ৯টি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

 

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version