Wednesday, August 27, 2025

ফের রক্তাক্ত ভূস্বর্গ । সন্ত্রাসবাদীদের (Terrorist Activity) সঙ্গে সংঘর্ষে রক্ত ঝরলো সেনা জওয়ানের। কাশ্মীরের কুলগাম জেলায় (Kulgam District,Kashmir) শুক্রবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ তিন জওয়ান। জানা গিয়েছে, কুলগামের হালান জঙ্গলে সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটির সন্ধান পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF ) ও জম্মু-কাশ্মীর (J&K)পুলিশের একটি যৌথবাহিনী। রাতেই ঘিরে ফেলা হয় জঙ্গি ডেরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেতেই কয়েকঘণ্টা ধরে অবিরাম গুলির লড়াই চলে । গুরুতর আহত হন তিন জওয়ান। তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনা বাহিনী। ওই ঘাঁটিতে একাধিক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর।

এদিকে সুপ্রিমকোর্টে গত ২ আগস্ট থেকে জম্মু কাশ্মীরে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি চলছে। এই শুনানিতে বিচার্য হবে ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই। এই পরিস্থিতিতে কাশ্মীরকে ফের উত্তপ্ত করে তুলতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। প্রসঙ্গত, গত এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দু’টি আলাদা জঙ্গি হামলায় ভারতীয় সেনার ১০ জওয়ান শহিদ হন।


 

 

 

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version