Sunday, May 4, 2025

অবলুপ্তির পথে হাতে টানা রিকশা, তবু সেই নিয়েই কলকাতা থেকে বিহার পাড়ি

Date:

সুমন করাতি, হুগলি

কালের গতিতে কত কিছুই না হারিয়ে গেছে। কলকাতার (Kolkata) চেনা গন্ধ আজ অনেকটাই বদলে গেছে কৃত্রিমতার কারণে। গতির সঙ্গে পাল্লা দিতে পারছে যারা, আজ তারাই টিকে আছে। কিন্তু অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে নামার সাহস দেখাতে অক্ষম কলকাতার ঐতিহ্যের হাতে টানা রিকশা (Rikshaw)। গল্পে, কবিতায়, সিনেমায় নস্টালজিয়ার কথা হলেই এই রিকশা প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিন্তু এসি বাস, এসি ক্যাব, বাইক বা চারচাকার সৌজন্যে এই দুচাকার যানের কদর নেই। তবে রিকশার তিন নম্বর চাকা হিসেবে দুপায়ে হেঁটে অক্লান্ত পরিশ্রম করা মানুষগুলো এই সঙ্গীকে ছেড়ে যে থাকতেই পারেন না। হয়তো আজ অচল, তাই বলে দূরত্ব বাড়ছে না চালক আর বাহন রিকশার মধ্যে। তাই কলকাতার ভবানীপুর থেকে পায়ে হেঁটে নিজের সঙ্গী হাতে টানা রিকশা নিয়েই বিহারের উদ্দেশে পাড়ি দিলেন পাটনার বাসিন্দা রূপ যাদব (Roop Yadav)। একসময়ের ঐতিহ্য আজ ইতিহাসের পথে।

কলকাতা থেকে বিহার যেতে কম সময় লাগে না। এতটা পথ হাতে টানা রিকশা নিয়েই চলেছেন মাঝবয়সী এই মানুষটি। মাঝে মাঝে থামছেন, ক্লান্ত হলে চায়ের দোকানে হালকা কিছু খেয়ে নিচ্ছেন। প্রিয় যানেই রাত্রিবাস। সকাল হতেই ফের যাত্রা শুরু। কলকাতায় কদর না থাক, হয়তো নিজের এলাকাতে রিকশা চালিয়ে দু-চার পয়সা রোজগার হবে। গত দেড় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মদন মিত্রের সাহায্যে রূপ যাদব এই রিকশা পেয়েছিলেন। এখন বিহারে চাষের কাজে মন দেবেন আর এই বন্ধুকে সঙ্গে রাখবেন। হোক না আজ সে অচল, কিন্তু ৩০ বছরের সম্পর্ক কি এভাবে শেষ হয়? উত্তরপাড়ার কাছে জি টি রোডে তাঁর দেখা মিলতেই রূপ জানালেন সেই দুঃখের কথা। এখনও যে অনেকটা পথ বাকি।


 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version