Friday, November 28, 2025

‘অগ্নিপথ’ চূড়ান্ত ফ্লপ! স.শস্ত্র বাহিনীতে মহিলা-রূ.পান্তরকামীদের নিয়ে বড় ভাবনা মোদির

Date:

Share post:

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘অগ্নিপথ প্রকল্প’ (Agnipath Scheme) জোর ধাক্কা খেয়েছে। যুবদের অনেকেরই ভারতীয় সেনাবাহিনীতে সামিল হয়ে দেশের সেবা করার ইচ্ছা থাকে। কিন্তু, অধিকাংশেরই নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। তাঁদের সুযোগ দিতে অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু প্রথম থেকেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সরব সব মহল। পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্তে থাকা দেশের একাধিক মানুষ। এবার অগ্নিপথের সেই ক্ষত ঢাকতে বড় মন্তব্য করে বসলেন বিজেপি (BJP) সাংসদ (MP)। সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থার ঘোষণা করলেন সাংসদ সুশীল মোদি (Sushil Modi)।

তবে শুধু মহিলাদের (Women) জন্য রূপান্তরকামীদের (Transgender) জন্যও বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। বিজেপি সাংসদ স্পষ্ট জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত এলাকা ও সীমান্ত এলাকার জন্য সশস্ত্র বাহিনীতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর তা না হলে জঙ্গি কার্যকলাপের দিকে মন চলে যেতে পারে তাঁদের। সেই আশঙ্কা থেকেই তিনি এমন কথা জানিয়েছেন। বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন সংসদীয় কমিটির তরফে এই সুপারিশ করা হয়েছে। তবে কমিটির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, বাহিনীতে মহিলাদের যোগদানের হার বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে। তার মধ্যে অন্যতম হল, অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিহীন ক্ষেত্রে মহিলাদের পোস্টিং দিতে হবে। তবে খুব বেশি শ্রমসাধ্য কাজ বা কঠিন পরিস্থিতির মধ্যে যেন তাঁদের পড়তে না হয় কেন্দ্রকে সেবিষয়টি নজরে রাখতে হবে।

মহিলাদের যোগদানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে কমিটির রিপোর্টে। বলা হয়েছে, রূপান্তরকামীদের জন্য বাহিনীতে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাঁরা যেন সমাজের মূলস্রোতে ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত কমিটির। রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মহিলা সশস্ত্র বাহিনীতে কর্মরত। তবে বিজেপি বিধায়কের এমন সুপ্রস্তাবে কেন্দ্রের মোদি সরকার সিলমোহর দেন কী না সেদিকে নজর থাকবে।

 

 

 

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...