Sunday, November 9, 2025

ছুটির দিনে সাতসকালে রেল অবরোধ! বীরভূমের মুরারইতে স্টপেজের দাবি সহ একাধিক দাবিতে রেল অবরোধ করলেন স্থানীয় নাগরিক কমিটি। রেললাইনে ওপরে বসে পড়েন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অবরোধকারীরা।এর জেরে ঘটনাস্থলে আটকে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। এদিকে তার আগে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে যায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেল অবরোধে সামিল হন বিধায়ক ডাক্তার মুশারফ হোসেনও। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ এলেও অবরোধ তোলা এখনও সম্ভব হয়নি।


আরও পড়ুনঃআগামিকাল ডুরান্ডের অভিযান শুরু লাল-হলুদের, দল নিয়ে বিশেষ বার্তা কুয়াদ্রাতের

ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন ‘মুরারই নাগরিক কমিটি’র সমর্থকরা। অবরোধের ফলে সকাল সাড়ে ৭টা থেকে থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন।

বিক্ষোভের প্রায় আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পরও বিক্ষোভ ওঠেনি। বিক্ষোভে অংশ নেওয়া নিত্যযাত্রীদের অভিযোগ, করোনার সময় থেকে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়। তার পর থেকে বেশির ভাগ ট্রেনই ওই স্টেশনে দাঁড়ায় না। কিন্তু ওই স্টেশন থেকে বহু নিত্যযাত্রীর ট্রেন ধরার থাকে। দিনের পর দিন যাতায়াতের অসুবিধা হচ্ছে তাঁদের। এ নিয়ে রেল কর্তৃপক্ষের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ।



 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version