Sunday, August 24, 2025

আগামিকাল ডুরান্ডের অভিযান শুরু লাল-হলুদের, দল নিয়ে বিশেষ বার্তা কুয়াদ্রাতের

Date:

আগামিকাল ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি। প্রথম ম‍্যাচে জয়ই লক্ষ‍্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ইস্টবেঙ্গল কোচ।

এদিন বাংলাদেশ আর্মি নিয়ে কুয়াদ্রাত বলেন,”বাংলাদেশ ভালো দল। আমি ওদের খেলা দেখেছি। ওরা আক্রমণে উঠছিল। মোহনবাগানের  গোলরক্ষক ভাল সেভ করেছে। না হলে ম‌্যাচের ফলাফল অন‌্য রকম হতে পারত। তবে বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই। কাল আমরা যথাসম্ভব ভাল খেলার চেষ্টা করব। ”

দীর্ঘদিন ধরে ট্রফি নেই লাল-হলুদে। আইএসএল-এ এখনও পযর্ন্ত মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল। এর জবাবে লাল-হলুদ কোচ বলেন,” প্রতিটি টুর্নামেন্টে আমরা ম‌্যাচ ধরে এগোতে চাই। আমরা আমাদের সেরাটাই দেব। লড়াই করব। এবার নতুন বেশ কিছু নতুন ফুটবলার দলে যোগ দিয়েছে। আমরা লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামব। প্রত‌্যেকটা দলই প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে মাঠে নামবে। প্রতিটি রাউন্ড ধরে এগোতে চাই। আমি খুব খুশি যাদের এবছর পেয়েছি। আশা রাখি এ বারে ফলাফল ভালই হবে।”

এরপরই কুয়াদ্রাত বলেন,”মোহনবাগানের দারুণ মানের পেশাদার ফুটবলারেরা রয়েছে। বিদেশিরাও ভাল। তাছাড়া, দলের অনেকেই একসঙ্গে দীর্ঘ দিন ধরে খেলছে। ফলে ওদের মধ্যে লড়াই করার একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। সেখানে আমরা শূন্য থেকে শুরু করছি। দলের বেশির ভাগ ফুটবলারেরা নতুন। শুধু মোহনবাগানই নয়, বেশির ভাগ দলই নিজেদের অনেক আগে থেকে গুছিয়ে নিতে শুরু করেছে। আমাদের খুব অল্প সময়ে সেই জায়গায় পৌঁছতে হবে। এটা একটা চ্যালেঞ্জ।”

 

সামনেই ডার্বি। সমর্থকদের নজর সেদিকে। কোনও বিশেষ পরিকল্পনা ডার্বির ক্ষেত্রে? এই নিয়ে কুয়াদ্রাত বলেন,”আমি সমর্থকদের সম্মান করি। আমরা যথাসম্ভব চেষ্টা করব। আমি দল গঠনে জোর দিচ্ছি। ডার্বির উত্তেজনা আমি বুঝি। আমরা নিজেদের কাজ করে যাব। ফলাফল বদল করার চেষ্টা করব।”

বিএফসি-র দায়িত্বে থাকার সময় সেই দলকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন কুয়াদ্রাত। জিতিয়েছিলেন আইএসএলও। তবে ইস্টবেঙ্গলের কোচিং করা তাঁর জীবনের কঠিনতম কাজ বলে মেনে নিচ্ছেন তিনি। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঙ্গালুরুতে আমাদের নির্দিষ্ট একটা প্রোজেক্ট ছিল। ধীরে ধীরে আমরা একটা চ্যাম্পিয়ন দল তৈরি করি। কিন্তু সেটা করতে ৪-৫ বছর লেগেছিল। একটা সময় আমাদের দলে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, উদান্তা সিংরা ছিল। প্রত্যেকে দারুণ ফুটবলার। তাসত্ত্বেও আমরা আই লিগে চার নম্বরে শেষ করেছিলাম। তাই একটা সফল দল তৈরি করতে গেলে সময় লাগবেই।”

আরও পড়ুন:নিরাপত্তার সমস্যা, কালীপুজোর দিন ইডেনে ম‍্যাচ নিয়ে আপত্তি কলকাতা পুলিশের : সূত্র

 

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version