Sunday, August 24, 2025

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার পেল আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল

Date:

মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও সমান জোর দেন। সেই লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোগুলোকেও মজবুত করে গড়ে তোলা হয়েছে। আর তারই সুফল মিলল হাতেনাতে। আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার ছিনিয়ে নিল। দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে টক্কর দিয়ে হাওড়ার এই গ্রামীণ হাসপাতাল কেন্দ্রের পুরস্কার জেতায় খুশি এলাকাবাসী।

জানা গিয়েছে, ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ, লেবার রুম, ফার্মাসি, রেডিওলজি ও ল্যাবরেটরি-সহ ন’টি বিভাগ নিয়ে এই পুরস্কার জিতেছে। ২১ ও ২২ জুন কেন্দ্রীয় প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসে। সমস্ত বিভাগ ঘুরে, খুঁটিয়ে দেখে কর্মীদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কথা বলেন রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের সঙ্গেও। তারপর এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিবি হাসপাতালের পুরস্কার জেতার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

সুপার সুকান্ত বিশ্বাস জানান, ‘‘ন’টি বিভাগে আমাদের প্রাপ্ত গড় নম্বর ৭৭.০৫ শতাংশ। ন’টি বিভাগের জন্যেই আমরা মনোনয়ন দিয়েছিলাম। ন’টি বিভাগেই উত্তীর্ণ হয়ে তিন বছরের জন্য বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার জিতলাম। মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য দফতরের অগ্রগতির দিশা দেখাচ্ছেন, সেই পথে হেঁটেই সর্বভারতীয় স্তরে আমাদের হাসপাতালের এই সাফল্য এল। তবে আমাদের আরও কাজ করতে হবে আগামীতে।”

আরও পড়ুন- সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version