Sunday, November 9, 2025

সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

শুক্রবার বেহালা চৌরাস্তায় পথদুর্ঘটনার জেরে শহরে লরি চলাচলের ক্ষেত্রে সময়ের পরিবর্তন করল কলকাতা পুলিশ। এবার থেকে আর সকাল আটটা নয়, সকাল ছ’টা পর্যন্ত শহরের রাস্তায় লরি চলাচল করতে পারবে। শনিবার কলকাতার পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় এই পরিবর্তন-সহ একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে এই সংক্রান্ত এক নির্দেশিকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরদের কাছে পাঠানো হয়েছে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে—

আটটা নয়, সকাল ছ’টা থেকেই কলকাতা শহরে লরি ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে।

সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলের সামনেই ট্রাফিক পুলিশের অফিসার মোতায়েন থাকবেন।

কোনও দুর্ঘটনা ঘটলে, সবার আগে মৃতদেহ সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।

প্রতিটি থানায় যেন সবসময় হয় ওসি নয়তো অতিরিক্ত ওসিকে থাকতে হবে।

কলকাতা পুলিশের প্রতিটি ইউনিট যেমন থানা, ব্যারাকে প্রতিদিন মোট ফোর্সের ২৫ শতাংশকে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে। রাতেও এই ফোর্স থাকা বাধ্যতামূলক।

আইনশৃঙ্খলাজনিত বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত কমিশনার, ওসি এবং কন্ট্রোল রুম প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করবে। রাখতে হবে পর্যাপ্ত মহিলাবাহিনীও। কোনও ঘটনা ঘটলে ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি চালাবেন। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন- ২০২৪-এর প্রথমেই ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে রাজ্য

 

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version