Monday, May 5, 2025

কোচের আসনে ফিরছেন জুয়ান, পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ

Date:

আগামিকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আর সেই ম‍্যাচে বাগানের কোচের আসনে ফিরতে চলেছেন জুয়ান ফেরান্দো। কলকাতা লিগ, ডুরান্ড কাপের দায়িত্বে আছেন বাস্তব রায়। তার কোচিং-এই দল নামছে। তবে আগামিকাল কোচের হট সিটে বসবেন ফেরান্দো। প্রথম ম‍্যাচে বাংলাদেশ আর্মিকে হারিয়েছে সবুজ মেরুন। তবে এবার পাঞ্জাব এফসি। আইলিগ চ‍্যাম্পিয়ন হয়ে সদ‍্য আইএসএল-এ উঠেছে দল। তাই সেই ম‍্যাচে নামার আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগান জুয়ান ফেরান্দো।

পাঞ্জাব ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” পাঞ্জাব আইএসএল এর ক্লাব। গতবার আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে এবার। ওদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবারের দলটি একেবারেই অচেনা। নিশ্চই আরও শক্তিশালী হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবো। পাশাপাশি মাথায় রাখতে হবে দশদিন পর আমাদের এএফসি কাপের খেলা রয়েছে যুবভারতীতে। যা এবার আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।”

এরপরই  জুয়ান আরও বলেন,” যুব দল খুব ভালো খেলছে। এই টিমের বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। তাদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলার রেখে আমি টিম নামাবো। বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠেও অনেকদিন আমরা খেলিনি। কী অবস্থায় আছে স্টেডিয়াম আছে মাঠে নামলে বুঝতে পারব। তবে সামনে ডার্বি রয়েছে। তার চারদিন পরেই এএফসি কাপ। কোনও ঝুঁকি নিতে চাই না।”

পরপর ম্যাচ থাকায় ফুটবলারদের চোট-আঘাত এবং ক্লান্তি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাগানের। ১০ দিন পর এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগেই ডার্বি। খেলোয়াড়দের বর্তমান অবস্থা বুঝেই দল গড়বেন জুয়ান এমনটাই জানা যাচ্ছে।

এদিকে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেন মোহনবাগানের যুব দল। এদিন তাদেরও প্রশংসা করে জুয়ান। যুব দলের প্রশংসা বাগান কোচ বলেন,”আমাদের টিমের যুব ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব টিমটাকে বেশ ভালভাবে তৈরি করেছে। ওকে এজন্য কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। ”

আরও পড়ুন:ফাইনালে হার, অস্ট্রেলিয়া ওপেন জয় হলো না প্রণয়ের

 

 

 

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...
Exit mobile version