Wednesday, August 27, 2025

কোচের আসনে ফিরছেন জুয়ান, পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ

Date:

আগামিকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আর সেই ম‍্যাচে বাগানের কোচের আসনে ফিরতে চলেছেন জুয়ান ফেরান্দো। কলকাতা লিগ, ডুরান্ড কাপের দায়িত্বে আছেন বাস্তব রায়। তার কোচিং-এই দল নামছে। তবে আগামিকাল কোচের হট সিটে বসবেন ফেরান্দো। প্রথম ম‍্যাচে বাংলাদেশ আর্মিকে হারিয়েছে সবুজ মেরুন। তবে এবার পাঞ্জাব এফসি। আইলিগ চ‍্যাম্পিয়ন হয়ে সদ‍্য আইএসএল-এ উঠেছে দল। তাই সেই ম‍্যাচে নামার আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগান জুয়ান ফেরান্দো।

পাঞ্জাব ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” পাঞ্জাব আইএসএল এর ক্লাব। গতবার আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে এবার। ওদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবারের দলটি একেবারেই অচেনা। নিশ্চই আরও শক্তিশালী হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবো। পাশাপাশি মাথায় রাখতে হবে দশদিন পর আমাদের এএফসি কাপের খেলা রয়েছে যুবভারতীতে। যা এবার আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।”

এরপরই  জুয়ান আরও বলেন,” যুব দল খুব ভালো খেলছে। এই টিমের বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। তাদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলার রেখে আমি টিম নামাবো। বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠেও অনেকদিন আমরা খেলিনি। কী অবস্থায় আছে স্টেডিয়াম আছে মাঠে নামলে বুঝতে পারব। তবে সামনে ডার্বি রয়েছে। তার চারদিন পরেই এএফসি কাপ। কোনও ঝুঁকি নিতে চাই না।”

পরপর ম্যাচ থাকায় ফুটবলারদের চোট-আঘাত এবং ক্লান্তি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাগানের। ১০ দিন পর এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগেই ডার্বি। খেলোয়াড়দের বর্তমান অবস্থা বুঝেই দল গড়বেন জুয়ান এমনটাই জানা যাচ্ছে।

এদিকে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলেন মোহনবাগানের যুব দল। এদিন তাদেরও প্রশংসা করে জুয়ান। যুব দলের প্রশংসা বাগান কোচ বলেন,”আমাদের টিমের যুব ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব টিমটাকে বেশ ভালভাবে তৈরি করেছে। ওকে এজন্য কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। ”

আরও পড়ুন:ফাইনালে হার, অস্ট্রেলিয়া ওপেন জয় হলো না প্রণয়ের

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version