Wednesday, November 12, 2025

একদিকে ইলিয়ানার পুত্র সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এসেছে, আর অন্যদিকে বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasa Basu)জানালেন তাঁর সন্তানের কষ্টের কথা। ইন্টারভিউ দিতে দিতেই লাইভে কেঁদে ফেললেন ‘ রাজ’ সিনেমার নায়িকা। গত বছরের নভেম্বর মাসে ‘মিষ্টি’ কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। করণ- বিপাশার (Karan Singh Grover & Bipasa Basu) কোল আলো করে দেবী বসু সিং-এর জন্ম হলেও, এরপরের কিছু মাস মারাত্মক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন বিপাশা (Bipasa Basu)। নেহা ধুপিয়ার লাইভ চ্যাট শোয়ে এসে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়েই হাপুস নয়নে কেঁদে ফেললেন অভিনেত্রী। একরত্তির হার্টে ফুটো, চিকিৎসকদের কথায় ভেঙ্গে পড়েন মা বিপাশা। কীভাবে সামলালেন সেই কঠিন সময়?

সদ্যজাত সন্তানের জন্মের পরই বিপাশা আর করণ জানতে পারেন যে মেয়ের হার্টে বড় দুটো ফুটো রয়েছে। যেগুলো নিজে থেকে সেরে ওঠা অসম্ভব। কিন্তু এত ছট বাচ্চার অপারেশন করা যাবে না, অন্তত মাস তিনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চিকিৎসকদের সেই কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল বিপাশার। ডাক্তারদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন মেয়েকে। সাক্ষাৎকারে সেই কঠিন দিনের কথায় জানান মুম্বইবাসী বঙ্গকন্যা। তিনি বলেন, “যে কোন সাধারণ মা-বাবার থেকে আমাদের জার্নিটা অনেকটাই আলাদা। আমার মুখে এই মুহূর্তে যে হাসিটা রয়েছে, সেটা তখন ছিল না। আমি চাই না কোন মায়ের সাথে এমন হোক। সদ্য মা হয়েছি তখন। সন্তান হওয়ার তৃতীয় দিনে জানতে পারি যে জন্মসূত্রে ওর হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে। একজন নতুন মা হিসেবে…”- এইটুকু বলতে গিয়েই কান্নায় গলা বুজে আসে অভিনেত্রীর। তিনি বলছেন এই কথা কখনই প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু এমন লড়াই অনেক মাকেই হয়তো লড়তে হয়েছে। সেই কথা স্মরণ করিয়ে বিপাশা জানান এখন মিষ্টি মেয়েকে নিয়ে তিনি আর করণ ভাল আছেন। প্রথম পাঁচটা মাস সমস্যার মধ্যে গেলেও এখন সম্পূর্ণ সুস্থ আছেন ৯ মাসের শিশুকন্যা।


 

 

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version