Wednesday, August 27, 2025

মৃত্যুঞ্জয়! ডে.থ সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরে বেঁচে উঠলেন ‘মৃ.ত’ প্রাক্তন BJP নেতা

Date:

ডাক্তার মৃত ঘোষণা করে দিয়েছে। বাড়িতে ততক্ষণে উঠে গিয়েছে কান্নার রোল। শেষকৃত্যের জন্য দেহ আনা হয়েছে বাড়িতে। আর এখানেই চমক, সকলকে অবাক করে চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে নড়ে উঠল ‘মৃতদেহ’। একেবারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। চমকে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তর প্রদেশে(Uttar Pradesh)। যাকে ঘিরে এতকিছু তিনিও অবশ্য কম ‘কেউকেটা’ নন। উত্তরপ্রদেশের আগ্রার বিজেপির(BJP) প্রাক্তন সভাপতি মহেশ বাঘেল(Mahesh Baghel)।

পরিবারের তরফে জানা গিয়েছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মহেশ বাঘেলকে(Mahesh Baghel) মৃত বলে ঘোষণা করেন। প্রাক্তন দাপুটে বিজেপি নেতার মৃত্যুর খবর নিমেষে ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। এরপর হাসপাতাল থেকে বাঘেলকে নিয়ে আসা হয় সরাই খাজার বাড়িতে। নেতার মৃতদেহকে শ্রদ্ধাঞ্জলি জানাতে একে একে বাড়িতে ভিড় জমতে শুরু করে সাধারন মানুষ। মৃতদেহ শেষকৃত্যের প্রস্তুতি যখন চরমে তখনই আচমকা ঘটে মীরাক্কেল। পরিবারের তরফে জানা গিয়েছে, হঠাৎ চোখ খোলেন মহেশ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া দেখা যায়। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আগ্রার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মহেশ বাঘেল। মহেশের (Mahesh Baghel) ছোট ভাই লখন সিং বাঘেল জানান, দাদা এখন ভালো আছেন। রক্তচাপ স্বাভাবিক। মৃত্যুকে ‘ধোকা’ দিয়ে ফিরে আসা মহেশ এখন মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন নেটাগরিকদের কাছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version