Wednesday, November 12, 2025

মৃত্যুঞ্জয়! ডে.থ সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরে বেঁচে উঠলেন ‘মৃ.ত’ প্রাক্তন BJP নেতা

Date:

ডাক্তার মৃত ঘোষণা করে দিয়েছে। বাড়িতে ততক্ষণে উঠে গিয়েছে কান্নার রোল। শেষকৃত্যের জন্য দেহ আনা হয়েছে বাড়িতে। আর এখানেই চমক, সকলকে অবাক করে চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে নড়ে উঠল ‘মৃতদেহ’। একেবারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। চমকে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তর প্রদেশে(Uttar Pradesh)। যাকে ঘিরে এতকিছু তিনিও অবশ্য কম ‘কেউকেটা’ নন। উত্তরপ্রদেশের আগ্রার বিজেপির(BJP) প্রাক্তন সভাপতি মহেশ বাঘেল(Mahesh Baghel)।

পরিবারের তরফে জানা গিয়েছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মহেশ বাঘেলকে(Mahesh Baghel) মৃত বলে ঘোষণা করেন। প্রাক্তন দাপুটে বিজেপি নেতার মৃত্যুর খবর নিমেষে ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। এরপর হাসপাতাল থেকে বাঘেলকে নিয়ে আসা হয় সরাই খাজার বাড়িতে। নেতার মৃতদেহকে শ্রদ্ধাঞ্জলি জানাতে একে একে বাড়িতে ভিড় জমতে শুরু করে সাধারন মানুষ। মৃতদেহ শেষকৃত্যের প্রস্তুতি যখন চরমে তখনই আচমকা ঘটে মীরাক্কেল। পরিবারের তরফে জানা গিয়েছে, হঠাৎ চোখ খোলেন মহেশ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া দেখা যায়। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আগ্রার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মহেশ বাঘেল। মহেশের (Mahesh Baghel) ছোট ভাই লখন সিং বাঘেল জানান, দাদা এখন ভালো আছেন। রক্তচাপ স্বাভাবিক। মৃত্যুকে ‘ধোকা’ দিয়ে ফিরে আসা মহেশ এখন মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন নেটাগরিকদের কাছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version