Wednesday, August 27, 2025

নিয়মের বেড়াজাল, এশিয়ান গেমসে চূড়ান্ত দল থেকে বাদ দীপা, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকে চিঠি

Date:

এশিয়ান গেমসে চূড়ান্ত দলের তালিকা থেকে বাদ পড়লেন জিমন্যাস্ট দীপা কর্মকার। সূত্রের খবর, সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা ক্রীড়া মন্ত্রকের কাছে খেলোয়াড়দের যে চূড়ান্ত তালিকা পাঠিয়েছে, তাতে নাম নেই দীপা কর্মকারের। জানা যাচ্ছে, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন দীপা। সূত্রের খবর, মঙ্গলবার ক্রীড়া মন্ত্রক সিদ্ধান্ত জানাতে পারে।

জানা যাচ্ছে, দীপাকে বাদ দেওয়ার কারণ হিসেবে উঠে আসছে তিনি যোগ্যতার অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বলা হয়েছে, ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হবে। সেইক্ষেত্রে দীপা গত ১২ মাসের মধ‍্যে এশীয় ক্রমতালিকায় প্রথম আট জনের মধ্যে ছিলেন না। এমনকি এশিয়ান গেমসের আগে দীপা ক্রমতালিকায় উন্নতির সুযোগও পাবেন না। তাই ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী, তাঁর পক্ষে ভারতের প্রতিনিধিত্ব করা কঠিন। এই যুক্তিতে দীপার নাম চূড়ান্ত তালিকায় বাদ দেওয়া হয়েছে। যদিও গত ১৫ জুলাই এশিয়ান গেমসের আয়োজকদের কাছে প্রতিযোগীদের প্রাথমিক তালিকা পাঠিয়েছিল সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা, তাতে নাম ছিল দীপার। দলগত ইভেন্ট ছাড়াও ছ’টি ব্যক্তিগত ইভেন্টের জন্য দীপার নাম পাঠানো হয়েছিল। গত ১১-১২ জুলাই ভুবনেশ্বরে অনুষ্ঠিত হওয়া জিমন্যাস্টিক্সের ট্রায়ালে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথম স্থান অর্জন করেছিলেন দীপা। সেই সুবাদেই নাম পাঠানো হয়েছিল।

জানা যাচ্ছে, দীপা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে যোগ্যতার মানদন্ডের নিয়মকে কিছু শিথিল করার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। এশিয়ান গেমসে অংশগ্রহণের অনুমতি চেয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ আবেদন করে চিঠি লেখেন দীপা। সেই চিঠিতে দীপা লিখেছেন, “আমি ২০১৭ এবং ১৯ সালে চোটের জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেনি। এরপর করোনার মহামারীর কারণে প্রতিযোগিতার সুযোগ কম ছিল। ডোপিং লঙ্ঘনের কারণে ২১ মাসের স্থগিতাদেশ ছিল আমার উপর। যা চলতি বছর ২০২৩-এ শেষ হয়েছে। আমি আন্তরিকভাবে ক্রীড়া মন্ত্রককে আমার এই পরিস্থিতি বিবেচনা করার জন্য এবং যোগ্যতার পূরণের শিথিলতা আনতে অনুরোধ করছি।”

আরও পড়ুন:এগিয়ে থেকেও ড্র, ডার্বির আগে দল নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

 

 

 

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version