Monday, August 25, 2025

‘চন্দ্রদর্শন’, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩

Date:

নির্বিঘ্নে সফলভাবে শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan3)। সেখান থেকে নিজের ‘চোখ’ দিয়ে কীভাবে চাঁদকে দেখেছে চন্দ্রযান-৩, সেই ছবি সামনে আনল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। সেই অপূর্ব মুহূর্তের ছবি প্রকাশ করল ইসরো।

শনিবার সন্ধেয় চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan3)। এবার কাজ হল চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনা। আজ রাত ১১ টা থেকে সেই কাজ শুরু হবে বলে মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর। বেঙ্গালুরুতে ISRO-র মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে চাঁদের গতিপথে নজর রাখা হচ্ছে। এর মধ্যেই ISRO-র টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক (ISTRACK) এর তত্ত্বাবধানে মেসেজ মহাকাশযান থেকে মেসেজ এলো পৃথিবীতে। চন্দ্রযান জানিয়েছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভূত হচ্ছে।

আগামী ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখবে ISRO-র চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সব ঠিক ভাবেই চলছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এবার মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান -৩। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে সেটি। সরাসরি চাঁদের বুকে পদক্ষেপ সম্ভব নয়। আর যাতে আগের ভুল না হয় তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এবারে প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে। গতি কমিয়ে পালকের মতো ল্যান্ডিং করানো হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার ‘বিক্রম’কে নিয়ে চলেছে। সবটাই পৃথিবীতে বসে নিয়ন্ত্রণ করছেন ISRO-র বিজ্ঞানীরা। এবার শুধু ইতিহাস তৈরির অপেক্ষা।

আরও পড়ুন- বিজেপি সাংসদের গাড়ি ধা.ক্কায় আ.হত তরুণী, হা.সপাতালে পাশে তৃণমূল

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version