Sunday, November 16, 2025

নির্বাচনে লড়ে দেখান: রাজ্যপালকে চ্যা.লেঞ্জ ছুড়ে তীব্র আক্র.মণ মুখ্যমন্ত্রীর, উপাচার্য বিল নিয়ে তো.প

Date:

মুখ্যমন্ত্রী যা করছেন করতে চাইলে নির্বাচনে লড়ে জিতে আসুন। রাজ্য নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্যের ২৪ঘণ্টার মধ্যেই ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন রাজ্যপাল। একই সঙ্গে উপাচার্য বিল আটকানো নিয়ে সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) তীব্র আক্রমণ করেন মমতা।

ঝাড়গ্রামের মঞ্চ থেকে আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা কাজ করব। আর উনি সবকিছু আটকে দেবেন। এটা বরদাস্ত করব না।” এর পরেই প্রবল আক্রমণ করেন মমতা বলেন, “ওনার কাজ সংবিধানে লেখা রয়েছে। তার বাইরে বেরিয়ে গায়ের জোরে যা খুশি করা যাবে না। তেমন মনে হলে বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান। জিতে এসে দেখান। তবে ১০০ বছরেও হবে না। কারণ, ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে।”

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাতে জড়ায়। অভিযোগ, রাজ্যের সঙ্গে কথা না বলেই ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য় নিয়োগ করেছেন আনন্দ বোস। বিল আটকানো নিয়ে রাজ্যপালকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আপনার সৎসাহস থাকলে বিধানসভায় শিক্ষা সংক্রান্ত যে বিলটা তৈরি হয়েছে, সেটা পাশ করিয়ে দিন। তা না করে আপনি ছাত্রছাত্রীদের রাজভবনে ডেকে বলবেন, দাঙ্গা কাকে বলে, দুর্নীতি কাকে বলে। এটা রাজ্যপালের কাজ?” এদিন তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “গর্ভনর মহাশয়, কালো চশমা পড়ে জ্ঞান দিয়ে বেরচ্ছেন। আপনি কালো চশমা পড়ুন, তাতে আমাদের কোনও আপত্তি নেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, যিনি কেরালায় আইপিএস ছিলেন। যার সঙ্গে শিক্ষার কোনও সম্পর্ক নেই। আমাদের আপত্তিটা এখানেই।” মুখ্যমন্ত্রী জানান, ”ঝাড়গ্রামে ভিসি ও রেজিস্টারের পদ শূন্য রয়েছে। আমি আজই এই দুটো পদে নাম ঠিক করে দিয়ে যাব।”

রাজ্যে হিংসার অভিযোগ তুলে রাজভবনে পিস খুলেছেন আনন্দ বোস। সাম্প্রতিক সংযোগ দুর্নীতিদমন সেল। এর পাশাপাশি পিস ট্রেন চালানোর কথাও বলেন রাজ্যপাল। এই নিয়ে আগেই তাঁকে নিশানা করেছেন শাসকদলের নেতা কর্মীরা। এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো।


 

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version