Tuesday, August 26, 2025

১২ দিনের লড়াই জিতে ফের পাম অ্যাভিনিউয়ের স্থায়ী ঠিকানায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ, বুধবার ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার আগেই মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সমস্ত সেট আপ রেডি করা হয় হাসপাতালের তরফে। আগামী কয়েকদিন হোম কেয়ারে ২৪ ঘণ্টা হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।

বুদ্ধদেব ভট্টাচার্যর সুস্থ হয়ে বাড়ি ফেরায় অত্যন্ত খুশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভালো আছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন। অত্যন্ত ভালো খবর তিনি সুস্থ থাকুন। তবে অনুরোধ করব সিগারেট যেন না খান। কারণ, তিনি জেদ করে এখনও সপ্তাহে তিনদিন সিগারেট খান। তাই অনুরোধ করবো, আরও অনেকদিন সুস্থভাবে বাঁচতে হবে। তাই শরীরের কথা ভেবে সিগারেট একদম পাকাপাকি ভাবে ছাড়া ভালো।”

এরপর মদন মিত্রের উদাহরণ টেনে তৃণমূল নেতা বলেন, “এমন একটি সমস্যা কিছুদিন আগে হয়েছিল মদন মিত্রের। ধূমপান বন্ধের জন্য মাঝে কিছুদিন একটি স্প্যাচ ব্যবহার করতেন। যেখানে একটা ফিলিং হয়, ধূমপান করছি, কিন্তু আমলে ওটা ধূমপান নয়। চিকিৎসকরা দেখুন, যদি ওনার ধূমপানের এতই আগ্রহ থাকে তাহলে এখন অনেক আধুনিক বিকল্প ব্যবস্থা বেরিয়েছে। অনেকদিন ভাল থাকতে যে কোনও মানুষ ওনাকে ধূমপান ছাড়ার পরামর্শ দেবেন।”

এদিকে, শরীরের সমস্ত প্যারামিটারগুলোয় নজর রাখার জন্য আগামী কয়েকদিন ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক ও সিস্টার নজর রাখবে তাঁর উপরে। বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি, যাতে তিনি নিজে মুখে করে তরল খাবার খেতে পারেন।


 

 

 

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version