Friday, January 9, 2026

একাধিক রেকর্ড গড়ার দিনে সূর্যকুমারের বি*স্ফোরক মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ে ফিরেছে ভারত। ৪৪ বলে ৮৩ রানের মারকাটারি ইনিংস এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। তার ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজ জেতার আশা আপাতত জিইয়ে রেখেছে ভারত। সূর্য এদিন একাধিক রেকর্ডও গড়েন। যদিও এমন দিনে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে নিজের একদিনের ম্যাচ খেলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। সূর্যকুমার বলেন, সত্যি কথা বলতে আমার কোনও দ্বিধা নেই। আমার একদিনের ম্যাচ খেলার সংখ্যা খুব কম। সেটা মেনে নিতে আমার কোনও লজ্জা নেই। আমরা তো সততার কথা বলি। তাই সত্যিটাই বললাম। আর নিজেকে লক্ষ্য স্থির রেখে আরও উন্নতি করতে হবে। আমি এই ব্যাপারে দলের অধিনায়ক রোহিত এবং আমাদের কোচ রাহুল স্যারের প্রতি কৃতজ্ঞ। তারা বলেছেন, আমার আরও এই ফরম্যাটে খেলতে হবে।
প্রসঙ্গত, এদিন ৮৩ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০২২ ক্যালেন্ডার ইয়ারে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজার রানের গণ্ডি পার করেছেন তিনি। এমনকি টপকে গিয়েছেন শিখর ধাওয়ানকেও। ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ১৭৫৯ রানের মালিক ধাওয়ান। সেখানে মাত্র ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭৮০ রানের অধিকারী হয়ে ধাওয়ানকে টপকে এগিয়ে যান সূর্যকুমার যাদব। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রোহিত ও কে এল রাহুল। আর চতুর্থ স্থানে থাকা ধাওয়ানকে সরিয়ে সেই জায়গায় এখন রাজ করছেন সূর্যকুমার। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে কি জায়গা মিলবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

 

 

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...