Wednesday, August 27, 2025

একটা সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, পিএসসি নিয়ে আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

নিয়োগ মামলায় এর আগে একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে এসএসসি নিয়োগ মামলায় চাকরি থেকে বরখাস্ত করা থেকে শুরু করে তালিকাটা বেশ দীর্ঘ।এবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি।

বৃহস্পতিবার একটি মামলার প্রেক্ষিতে তিনি উল্লেখযোগ্য মন্তব্য করেন।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল। আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।”

প্রাথমিকের একটি মামলায় বর্তমান শিক্ষক এবং ছাত্রদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পিএসসি নিয়ে মন্তব্য করেন। তাঁর পর্যবেক্ষণ, “পিএসসি-তে ২৮ নম্বর ৮২ নম্বর হয়ে গেল। ভাবা যায়! খারাপ লাগে।” রাজ্যের নিম্ন আদালতের নিয়োগে অনিয়মের অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি।এমনকী, অঙ্কিতা অধিকারীকে তাঁর প্রাপ্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।সেই চাকরি গিয়েছিল আবেদনকারী ববিতা সরকারের কাছে।ববিতাকে অঙ্কিতার ফিরিয়ে দেওয়া বেতনও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য ববিতার নম্বরে সমস্যা থাকায় এই চাকরি দেওয়া হয়েছিল অপর চাকরি প্রার্থীকে।

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version