Wednesday, November 5, 2025

নির্বাচনে অ.শান্তি বন্ধের দাবি! গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ঢাকায় সেমিনার 

Date:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে (Bangladesh) গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় (Democracy and Human Rights) এবার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করল বেসরকারি এক সংস্থা। বৃহস্পতিবার রাজধানী শহর ঢাকার এক হোটেলে আয়োজিত সেমিনারে প্রতিষ্ঠানটির পক্ষে একটি গবেষণাপত্র তুলে ধরা হয়। গবেষণাপত্রে বিস্তারিতভাবে নির্বাচনের আগের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অন্যান্য একাধিক কারণ তুলে ধরা হয়েছে। যে কারণে রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য প্রথম থেকেই সহিংসতার পরিকল্পনা নিয়ে থাকে। এদিন একটি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ২০০১ সাল থেকে আসন্ন নির্বাচন পর্যন্ত প্রাক-নির্বাচন হিংসার আসল চেহারা সামনে এসেছে। পাশাপাশি বর্তমান অবস্থা তুলে ধরে এই হিংসা ঠিক কতদূর যেতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী হিংসার বর্তমান পরিস্থিতির ওপর জোর দেন। তারা নির্বাচনের সময় সাধারণ মানুষের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সেমিনারে বাংলাদেশের মানুষের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে, নির্বাচনের আগে যেকোনো অশান্তি বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান এই সেমিনারে উদ্বোধনী ভাষণ দেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মার্ক জ্যাকসন, বেলজিয়ামের পাওলো কাসাকা, ডাচ অর্থনীতিবিদ ড. উইলিয়াম ভ্যান ডার জিস্ট।

 

 

Related articles

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...
Exit mobile version