Wednesday, November 5, 2025

বাজেয়াপ্ত নয় সম্পত্তি, রেহাই জরিমানাতেও; বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বাতিল ডিভিশন বেঞ্চে 

Date:

নিয়োগ মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই টাকা মানিককে দিতে হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করে দেওয়া হয়েছে।এমনিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় যে জরিমানার নির্দেশ দিয়েছিলেন তা মানেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। জরিমানার অর্থ না মেটানো পর্যন্ত সম্পত্তি ফেরত দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। এরপরই মানিক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাঁকে স্বস্তি দিয়ে জানায়, এই জরিমানার অর্থ তাঁকে দিতে হবে না। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে টেট পরীক্ষায় বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস না করলেও উত্তরপত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে ৫০০ টাকা জমাও দেন তিনি। কিন্তু, পর্ষদ জানায়, নির্ধারিত নিয়ম বা আরটিআই বিধি মেনে আবেদন করা হয়নি। তাই তাঁকে ওএমআর শিটের কপি দেওয়া সম্ভব নয়। এরপরই আদালতে দ্বারস্থ হন পরভীন। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, তদানীন্তন সভাপতি এর দায় এড়িয়ে যেতে পারেন না। তাই মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version