Tuesday, December 16, 2025

চন্দ্রযানের ক্যামেরায় নীল সাদা পৃথিবী! মহাকাশ থেকে এল ঝড়ের মহাসাগরের ছবি

Date:

দু সপ্তাহেরও কম সময় হাতে আছে, তাই কিছুটা হলেও টেনশন বাড়ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানীদের মনে। সন্তান অনেক দূরে গেলে তাঁর নিরাপত্তা নিয়ে যতটা চিন্তিত থাকেন মা-বাবা , ঠিক তেমনই অবস্থা চন্দ্রযান ৩-কে (Chandrayaan 3) কেন্দ্র করে ইসরোর (Indian Space Research Organisation) অন্দরে। যদিও মহাকাশযান তার কাজ করে চলেছে নির্বিঘ্নে। চাঁদের মাটিতে পা রাখার আগে ফের ক্যামেরা উঁচিয়ে চাঁদের কক্ষপথ থেকে আরও একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল এই যান। ধূসর চাঁদের ছবি পাঠানোর পাশাপাশি নীল সাদা পৃথিবীকেও এক ঝলক ক্যামেরা বন্দি করা হল। বেঙ্গালুরুর ISRO হেড অফিসে সেই ছবি পৌছতেই সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করলেন বিজ্ঞানীরা।

চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডারের তোলা ছবির মধ্যে দুটি ছবি বৃহস্পতিবার ISRO- র তরফে প্রকাশ্যে আনা হয়েছে। চাঁদের কক্ষপথে প্রবেশ করা মাত্রই মহাকাশযান প্রথম ছবি পাঠিয়েছিল। তবে এবারের ছবিতে চাঁদের বুকে বিরাজমান অডিংটন, পিথাগোরাস এবং অ্যারিস্টারকাস গহ্বর স্পষ্ট ফুটে উঠেছে। তার সঙ্গে দেখা মিলেছে ঝড়ের মহাসাগরেরও। ওশিয়ানাস প্রোসেলারামের (Oceanus Procellarum) ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ঘন কালো অংশ প্রায় ৪০ লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত । বিজ্ঞানীদের অনুমান এটি চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন। ISRO জানিয়েছে, চন্দ্রযান থেকে পৃথিবীর নীল-সাদা ছবিটি তুলেছে ল্যান্ডার ইমেজার ক্যামেরা (Lander Imager Camera)। চন্দ্রপৃষ্ঠের ছবিটি তুলেছে ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা (Lander Horizontal Velocity Camera)।

উৎক্ষেপণ থেকে এখনও পর্যন্ত চন্দ্রযান নিয়ে কোনও সমস্যা হয়নি। তবে এবার টেনশন বাড়ছে। ISRO বলছে, চাঁদের মাটি ছোঁয়ার আগে, ধীরে ধীরে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান-৩, যাতে ল্যান্ডার বিক্রম নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। এর পর ল্যান্ডার প্রপালসন মডিউলটিকে (Lander Propulsion Module) আলাদা করা হবে চন্দ্রযান-৩ থেকে। পাশাপাশি কমিয়ে আনা হবে গতি। আপাতত পালকের মতো সফট ল্যান্ডিং করানোই লক্ষ্য চন্দ্রযান-৩ মহাকাশযানের। সেন্সর বিকল হলেও, অন্যান্য যন্ত্রপাতি বিকল হলেও, ল্যান্ডার বিক্রমকে(Vikram ) নিরাপদে চাঁদের মাটিতে নামানো সম্ভব বলে জানিয়েছে ISRO। এখনও পর্যন্ত হিসেব বলছে ২৩ অগাস্ট বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের আশেপাশে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। তৈরি হবে ইতিহাস।

 

 

 

 

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version