Tuesday, November 11, 2025

গম এবং চালের দাম উর্ধ্বমুখী,অতিরিক্ত শস্য খোলাবাজারে বিক্রি করছে কেন্দ্র

Date:

গোটা দেশ জুড়ে গম এবং চালের দাম উর্ধ্বমুখী।বিষয়টি নিয়ে ভাবছে কেন্দ্রীয় সরকার। দামে লাগাম টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সরকারি গুদাম থেকে খোলা বাজারে সস্তায় গম ও চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরজন্য অতিরিক্ত ৫০ লক্ষ টন গম এবং ২৫ লক্ষ টন চাল খোলাবাজারে বিক্রি করতে চায় কেন্দ্র।এর ফলে বাজারে এই দুটি শস্যের সরবরাহ বাড়বে।যার ফলে বাজারে গম এবং চালের দাম কমারও সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওইএমএসএসের অধীনে গম এবং চাল ভারতের ফুড কর্পোরেশনের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হবে। এর জন্য প্রতি সপ্তাহে শস্য নিলাম করবে এফসিআই। গত ৫ টি ই-নিলামে চালের মূল্য কুইন্টাল পিছু ২০০ টাকা করে কমানো হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে এক কুইন্টাল চালের দাম ২৯০০ টাকা। জানা গিয়েছে,  ৭ অগস্ট পর্যন্ত এক বছরে খুচরো বাজারে গমের দাম বেড়েছে ৬.৭৭ শতাংশ এবং পাইকারি বাজারে ৭.৩৭ শতাংশ। একইভাবে খুচরো বাজারে চালের দাম বেড়েছে ১০.৬৩ শতাংশ এবং পাইকারি বাজারে ১১.১২ শতাংশ। এই মূল্যবৃদ্ধি কমাতে গম ও চাল নিলামের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কী বলছে কেন্দ্র? বলা হয়েছে, বাজারে খাদ্যশস্যের সরবরাহ বাড়াতে, মূল্য বৃদ্ধি কমাতে এবং খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ওএমএসএসের আওতায় বেসরকারি কোম্পানিকে গম ও চাল বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, গমের আমদানি শুল্ক কমানোর বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে গমের চাহিদার উপর ভিত্তি করে আগামী দিনে গমের চাহিদার ভিত্তিতে আমদানি শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি জানানো হয়েছে। বর্তমানে, এফসিআই গম এবং চাল বিক্রি করছে ছোট ব্যবসায়ী সহ বড় বড় ব্যবসায়ীদের কাছে। এটি ওইএমএসএসের অধীনে বিক্রি করা হচ্ছে। গত ২৮ জুন থেকে তা শুরু হয়েছে।

খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, ওএমএসএসের অধীনে গমের সরবরাহ এখন পর্যন্ত ভালো হয়েছে। তবে গত দুই-তিনটি নিলামে গমের বিক্রি বাড়ছে। তবে চালের বিক্রি তেমন বাড়েনি। তিনি জানান, ২৮ জুন গমের গড় বিক্রয় মূল্য ছিল কুইন্টাল পিছু ২১৩৬.৩৬ টাকা। তবে তা আরও কিছুটা বেড়েছে।

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version