কলকাতা হাই কোর্টেই চলবে যাবতীয় নিয়োগ মামলার শুনানি: সুপ্রিম নির্দেশ

নিয়োগ মামলাগুলি একত্র করে সুপ্রিম কোর্টে (Superme Court) হোক- আর্জি জানিয়ে ছিলেন অভিযোগকারীরা। শুক্রবার, মামলা স্থানান্তর করার সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court)। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ ওই আবেদনগুলি খারিজ করে দেয়।

এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্টকে এড়িয়ে সরাসরি কোনও মামলার শুনানি সম্ভব নয়। এই ফলে জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে নিয়োগ মামলার শুনানিতে বাধা রইল না।

কলকাতা হাই কোর্টে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। সুপ্রিম-নির্দেশের পরে সেগুলি সেরকমই চলবে। এই বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।

আরও পড়ুন- ডানকুনি থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে ডাকা*তির কিনারা

Previous articleবড় ম‍্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রশংসায় জুয়ান, তবে তিন পয়েন্ট পাখির চোখ বাগান কোচের
Next articleস্বপ্নদীপের রহস্যমৃ.ত্যু: যাদবপুরের প্রাক্তনীকে আটক করল পুলিশ, অশা.ন্তির চেষ্টা ABVP-র