Saturday, December 6, 2025

মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ, বড় ম‍্যাচে নিষিদ্ধ টিফো, ব্যানার

Date:

Share post:

রাত পোহালেই বড় ম‍্যাচ। মরশুমের প্রথম ডার্বি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম‍্যাচে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বি নিয়ে ইতিমধ্যে ফুটতে শুরু করেছে শহর কলকাতা। ডার্বিতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া জুয়ান ফেরান্দোর দল। অপর দিকে নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচ নিয়ে যখন তোলপাড় বাংলার মানুষ। এরই মাঝে এল বড় খবর। জানা যাচ্ছে, শনিবাসরীয় ডার্বি দেখতে ভিআইপি বক্সে থাকতে পারেন অরিজিৎ সিং।

প্রসঙ্গত ২০২৩ ডুরান্ড কাপের থিম সং “ভিডে” গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ডিভাইন। এছাড়াও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাবের জন্যেও গান গেয়েছেন অরিজিৎ।

এদিকে মরশুমের প্রথম বড় ম‍্যাচ। এই ম‍্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢল নামে দুই দলের সমর্থকদের। তাই এই ম‍্যাচের নিরাপত্তা ব‍্যবস্থা জোরদার করল বিধানগর কমিশনারেট। শনিবারের ডার্বির আগে ডিসিপি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন শনিবারের ম্যাচে কী কী নিয়ে খেলা দেখতে ঢোকা যাবে না।
মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মোট ৬৩,৫০০ জন দর্শকের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন, এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানা যাচ্ছে, শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ ডুরান্ড কাপের ডার্বিতে। এমন নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। দুই দলের সমর্থকরা টিফো বানিয়ে তাক লাগিয়ে দেন। তবে এবার ডুরান্ড কাপে হয়ত তেমনটা হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ। ঢোকা যাবে না, দেশলাই, লাইটার বা বাজি নিয়েও।”

ডার্বি ম্যাচে বারেবারে উত্তপ্ত হয় কাদাপাড়া অঞ্চল। সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, গেটের বাইরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে, সিসিটিভিও। যারা গাড়ি নিয়ে ম্যাচ দেখতে আসবেন তাদের জন্যও নির্দিষ্ট জায়গায় পার্কিং-এর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপিদের জন্যও আলাদা পার্কিং থাকছে। পুলিশের পক্ষ থেকে ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুটা সময় আগে মাঠে ঢুকে নিজেদের আসন গ্রহন করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:ফের পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের নির্বাচন

 

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...