Monday, August 25, 2025

যাদবপুরের নিয়ে আচার্য-রাজ্যপালকেই দায়ী করল এডুকেশনিস্ট ফোরাম

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার রাজ্যপালকেই দায়ী করেছে শিক্ষাবিদদের সংগঠন এডুকেশনিস্ট ফোরাম (Educationist Forum)। শুক্রবার, ফোরামের তরফে কলকাতা প্রেস ক্লাবে (Press Club) আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরেরই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র (Omprakas Mishra)। তিনি বলেন, আমি সরাসরি যাদবপুরের সঙ্গে যুক্ত। আমরা অধ্যাপনা করি। সেখানে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। বিএ প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে কেন্দ্র করে আজকে আমরা শিক্ষা জগতের সকলেই গভীরভাবে দুঃখিত। এরপরই ক্ষুব্ধ ওমপ্রকাশ দাবি করেন, আচার্যের পরামর্শদাতা কারা, তাঁদের সামনে আনা হোক। ফোরামের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu) কাছেও এ বিষয়ে আবেদন জানানো হয়েছে।

ওমপ্রকাশের কথায়, যাদবপুরে উপাচার্য নেই। অন্তর্বর্তীকালীন উপাচার্যও নেই। যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর থেকে আবার কেড়ে নেওয়া হয়েছে। তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হল। বিশ্ববিদ্যালয়ে ডিন সিলেকশন হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং, আর্টসে ডিন নিয়োগ হচ্ছে না। যাদবপুরে চূড়ান্ত অব্যবস্থা চলছে বলেও অভিযোগ করেন ফোরামের সদস্যরা।

বিধানসভা কোনও বিল পাশ করলে তা সইয়ের জন্য রাজ্যপালের কাছে যায়। তাতে রাজ্যপাল চাইলে সই করতেও পারেন, নাও পারেন। এটা তাঁর ক্ষমতা। তবে অনেক সময়ই রাজ্যপাল এর কোনওটাই না করে বিশেষ ক্ষমতা ব্যবহার বিলটাকেই হিমঘরে পাঠিয়ে দেন। অভিযোগ ফোরামের। এসব চলতে পারে না। এই নিয়ে রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- ধূপগুড়িতেও সাগরদিঘি মডেল! উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, সমর্থন কংগ্রেসের 

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...
Exit mobile version