Thursday, December 4, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অ.স্বাভাবিক মৃ.ত্যুতে এবার রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডু নামে প্রথম বর্ষের এক মেধাবী ছাত্রের। নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ছাত্রের বাবাকে ফোন করে সমবেদনা জানানোর পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে গোটা ঘটনার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ট্যুইটে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষামন্ত্রী।

ট্যুইটারে ব্রাত্য বসু লেখেন, ”বিজেপি চেষ্টা চালাচ্ছে প্রতিটি বিষয়েই রাজ্য সরকারের খুঁদ ধরতে। যেমন এই যে আমি এই ট্যুইট করছি এখন যদি কোনও গাছ থেকে পাতা পড়ে, এটাও তাদের কাছে রাজ্য সরকারের খামতিই মনে হবে। বিজেপির রাজ্য সভাপতি আমাদের দায়ী করার ব্যস্ততায় ভুলে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন সরাসরি রাজ্যপালের নিয়ন্ত্রণাধীন। তাই এই নিন্দনীয় ঘটনা না আটকাতে পারা তাঁর ব্যর্থতা এবং ব্যর্থতা তাঁর রাজনৈতিক গুরুদেরও।”

প্রসঙ্গত, রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিতাভ দত্তকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া ছিল, “এ নিয়ে আমার কিছু বলার নেই। উনিই তো নিয়োগ করেছিলেন। তাছাড়া উপাচার্য হিসাবে উনি কোন সুযোগ সুবিধা নিচ্ছিলেন না।” খুব স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও অপ্রীতিকর ঘটনার দায়ও নিতে হবে রাজ্যপালকে।

আরও পড়ুন:প্রয়াত ‘পদ্মভূষণ’ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা

 

 

 

spot_img

Related articles

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল...

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...