Sunday, August 24, 2025

যাদবপুরে ছাত্রমৃ.ত্যুর জের! রাজ্যপালের ডাকে রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

Date:

যাদবপুরে (Jadavpur) পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজভবনে (Rajbhawan) যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা (Jadavpur University Professor)। এদিন র‍্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এদিকে বৃহস্পতিবারই যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন রাজ্যপাল। শুক্রবার সকাল ১১টার মধ্যেই রাজভবনে পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। পরে রাজভবনের ভিতরে রাজ্যপাল অ্যান্টি র‍্যাগিং বৈঠক করছেন বলে সূত্রের খবর।

পাশাপাশি এদিন ঘটনার প্রকৃত কারণ জানতে রাজভবনে দুজন চিকিৎসককেও ডেকে পাঠান রাজ্যপাল। তাঁদের মধ্যে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার এবং মনোবিদ অনামিতা সেন উপস্থিত ছিলেন বলে রাজভবন সূত্রে খবর। তবে এদিন শুধু যাদবপুরই নয়, রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে এদিন টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিন অব যাদবপুরও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে শুক্রবারই খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ করা হয়েছে বলে খবর। পুলিশের ধারণা  এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক যোগ থাকতে পারে। রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জানানো হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটিও গড়েছে বিশ্ববিদ্যালয়। হস্টেলের এক আবাসিকের বিরুদ্ধে তাঁর ছেলেকে উত্যক্ত করার অভিযোগ করেছেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version