Thursday, August 21, 2025

আসন্ন এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হল অলরাউন্ডার শাকিব আল হাসানের হাতে। এদিন এমনটাই জানান হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তাই শাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নিল বিসিবি।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসাবে শাকিবের নাম ঘোষণা করে বলেন, “এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শাকিবকে অধিনায়ক করা হল। শনিবার দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য ১৭ জনের দলে বেছে নেবেন নির্বাচকেরা।”

এশিয়া কাপের পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর শুরু হবে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ। তাই কড়া চ্যালেঞ্জ রয়েছে শাকিবের সামনে।

প্রসঙ্গত, বাংলাদেশের সাদা বলের অধিনায়ক নিয়ে বেশ কিছু দিন ধরেই ডামাডোল চলছে। গত ৩ আগস্ট একদিনের ক্রিকেটের-র নেতৃত্ব থেকে দুম করেই সরে দাঁড়ান তামিম ইকবাল। এরপর নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। সূত্রের খবর, গত ৮ আগস্ট বিসিবি কর্তাদের নিয়ে একটি জরুরি সভাও ডাকা হয়েছিল এই বিষয়ের সমাধান সূত্র খোঁজার জন্য। যদিও সেই সভায় দীর্ঘ আলোচনার পরেও অধিনায়ক ঠিক করা যায়নি। যদিও পরে জানা গিয়েছে, অধিনায়কত্বের পুরো বিষয়টিই নির্ভর করছে শাকিব আল হাসানের ইচ্ছের উপর। শাকিবকেই টেস্ট আর টি-২০ দলের পাশাপাশি একদিনের দলের অধিনায়কের দায়িত্বও তুলে দিতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট, টি-২০ এবং একদিন এই তিন ঘরানাতেই বাংলাদেশের অধিনায়ক শাকিব।এর আগে ২০০৯ থেকে ২০১১ পযর্ন্ত  বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব ছিলেন শাকিব। তাঁর অধিনায়কত্বে ৪৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছিল ২২ ম্যাচ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে আরও তিনটি একদিনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। এছাড়া এখনও পযর্ন্ত ১৯ টেস্ট ও ৩৯ টি-২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আরও পড়ুন:ধাওয়ানের মতে ভারতীয় দলে মিডল অর্ডারে সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version