Wednesday, May 14, 2025

শহরের ‘কিড.নি’কে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য, শুরু সমীক্ষা

Date:

পূর্ব কলকাতার জলাভূমিকে জবরদখল মুক্ত করতে বদ্ধ পরিকর রাজ্য সরকার (State Governor)। সমীক্ষার কাজ শুরু করেছে ভূমি দফতর। জাতীয় পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ভূমি দফতরের অধীন অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে পূর্ব কলকাতা জলাভূমি এলাকার অন্তর্ভুক্ত ৩৭ টি মৌজায় বসবাসকারীদের জমি রেকর্ড সংগ্রহ করেছে। বিভিন্ন সরকারি দফতরের হাতে থাকা জমির তালিকাও প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে জলাভূমির প্রকৃত দখলদারদের খুব সহজেই চিহ্নিত করা যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

জলাভূমি এলাকায় পূর্ত ,সেচ, মৎস্য দফতরের মত একাধিক দফতরের জমি রয়েছে। ৩৭ মৌজায় ১১০টি গ্রামে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস রয়েছে। জমির মালিক ছাড়াও বর্গাদার, বৈধ পাট্টাধারী বসবাসকারীদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া, ১২ হাজার হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা ওই জলাভূমি এলাকায় বিভিন্ন সরকারি দফতরের হাতে থাকা জমিরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কলকাতা (Kolkata) ও বিধান নগর পুরনিগম এবং কয়েকটি পঞ্চায়েতের খাস জমি রয়েছে ওই জলাভূমিতে। ভূমি দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ৩৭টি মৌজার মধ্যে ৩৬টি মৌজার জমি সংক্রান্ত সমীক্ষার কাজ শেষ হয়েছে। অত্যন্ত দ্রুত শেষ করে আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।

শহরের কিডনি (Kedney) বলে পরিচিত পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেটি তৈরি হচ্ছে পুর, পঞ্চায়েত এবং রাজ্য পুলিশের সহযোগিতায়। পরিকল্পনার মধ্যে রয়েছে, কেউ এই জলাভূমি নষ্ট করলে কীভাবে তা আটকানো হবে। মৎস্যচাষ এবং কৃষিকাজের জন্য একে আরও উর্বর করা সম্ভব কি না, দেখা হবে সেটাও। এই জলাভূমির গুরুত্ব বোঝাতে স্কুলস্তর থেকেই শুরু হবে প্রচারমূলক কর্মসূচি। চলবে গবেষণা। মাটির দূষণ ঠেকাতে জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় কৃষকদের। এলাকায় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নেও পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- ১৭ মাস পর স্বস্তি! নবাব মালিককে দু’মাসের অন্তর্বর্তী জামিনের ‘সুপ্রিম’ নির্দেশ

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version