Wednesday, August 27, 2025

সম.কামী টিটকিরি! হোস্টেল নাকি ক্যাম্পাস, কোথায় র‌্যা.গিংয়ের শি.কার স্বপ্নদীপ?

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বাংলা বিভাগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip  Kundu) মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুলিশের মাথায়। স্বপ্নদীপ র‌্যাগিংয়ের শিকার সে ব্যাপারে সকলে মোটামুটি নিশ্চিত। যার জন্যই একজন সুস্থ-স্বাভাবিক ছেলে ঘটনার আগে অস্বাভাবিক আচরণ করছিল। তবে প্রশ্ন, হোস্টেল নাকি ক্যাম্পাস, কোথায় র‌্যাগিংয়ের শিকার স্বপ্নদীপ? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উঠে আসছে একাধিক বয়ান। ক্লাসের মধ্যেই কি লুকিয়ে রয়েছে স্বপ্নদীপ কুণ্ডুর ‘আমি সমকামী নই’ কথাটির রহস‌্য? গত, বুধবার হস্টেলে গিয়ে এই কথাটি বলতে বলতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন স্বপ্নদীপ। হস্টেলের বেশ কয়েকজন ছাত্রের বয়ানে উঠে এসেছে বিশ্ববিদ‌্যালয়ের ক্লাসেই র‌্যাগিংয়ের তত্ত্ব। তাঁদের দাবি, র‌্যাগিং চলাকালীন এক সহপাঠিনীকে ‘প্রেম নিবেদন’ করতে না পারায় তাঁকে সকলের সামনে সমকামী বলা হয়, যা স্বপ্নদীপ মেনে নিতে পারেনি। সেদিন বাংলা বিভাগের প্রথম বর্ষের আরও কয়েকজন ছাত্র তার প্রত‌্যক্ষদর্শী ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেদিন কী হয়েছিল, তা জানতে বৃহস্পতিবার বাংলার প্রথম বর্ষেরই পাঁচ ছাত্রছাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

যদিও বাংলা বিভাগের ছাত্রদের পাল্টা অভিযোগ, স্বপ্নদীপ হস্টেলের ‘সিনিয়র’ আবাসিকদের র‌্যাগিংয়ের শিকার। দুই পক্ষের দু’রকম দাবিই যাচাই করছেন লালবাজারের গোয়েন্দারা। হস্টেলের আবাসিকদের দাবি, গত মঙ্গলবার থেকেই আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলেন স্বপ্নদীপ। জিজ্ঞাসা করা হলে আবাসিকদের ছাত্রটি জানান, বাংলা বিভাগে ক্লাসেই কয়েকজন ‘সিনিয়র’ তাঁকে র‌্যাগিং শুরু করেন। প্রথম বর্ষেরই এক ছাত্রীকে বলেন প্রেম নিবেদন করতে। ছাত্রীও লজ্জায় পড়ে যান। ওই অবস্থায় কিছুতেই সহপাঠিনীকে প্রেম নিবেদন করতে পারছিলেন না স্বপ্নদীপ। তখনই তাঁকে ঘিরে শুরু হয় সিনিয়রদের মশকরা। কয়েকজন স্বপ্নদীপকে ‘সমকামী’ বলতে থাকেন। কয়েকজন বলেন, হস্টেলে গেলে সমকামীদেরই শিকার হতে হবে তাঁকে।

তবে হোস্টেলে হোক কিংবা ক্যাম্পাসে, র‌্যাগিংয়ের ফলেই এই মর্মান্তিক ঘটনা সে ব্যাপারে পুলিশ কার্যত নিশ্চিত। খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে প্রাক্তন এক ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। তারপর সৌরভের ভূমিকা খতিয়ে দেখার কাজ শুরু হবে।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version