Tuesday, May 6, 2025

মোহনবাগানের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ, ফেডারেশনের কাছে অভিযোগ

Date:

এযেন গোদের ওপর বিষফোঁড়া। একেই তো ম‍্যাচ হার, তারওপর ফেডারেশনের কাছে অভিযোগ। মরশুমের প্রথম বড় ম‍‍্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। এর ফলে দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বির রং হল লাল-হলুদ। আর এই জয়ের পরই এআইএফএফ-এর কাছে মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের অভিযোগ ডুরান্ড কাপের নিয়ম ভেঙে ৩ ম্যাচে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান। যেখানে ডুরান্ড কাপের নিয়ম, গোটা টুর্নামেন্টে মোট ৩০ জন ফুটবলার খেলাতে পারবে প্রতিটি দল।

ম‍্যাচ শেষে ইস্টবেঙ্গলের অভিযোগ, প্রথম দুটি ম্যাচে ২৭ জন ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। শনিবারের ম্যাচে আরও ছ’জন ফুটবলার খেলানো হয়েছে। যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ তিন জন খেলানো যেতে পারত। আর এই নিয়েই এআইএফএফ -এর কাছে অভিযোগ করে লাল-হলুদ। এই নিয়ে মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও। তিনি বলেন,” মোহনবাগান তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডুরান্ডে। এর মধ্যেই ওরা à§©à§© জন ফুটবলারকে ব্যবহার করে ফেলেছে। ডুরান্ডে নিয়ম রয়েছে ৩০ জনকে খেলানোর। আমরা কখনও ৩০ জনের বেশি ফুটবলারকে খেলাব না। ওরা নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে।”

এরপরই কুয়াদ্রাত আরও বলেন,” নিয়ম সব জায়গায় সমান ভাবে কাজে লাগানো হয় না, এটা দেখে অবাক হয়েছি। মোহনবাগানের ব্যাপারটা বুঝতে পারছি। ওরা সবাইকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এরপরে ওদের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেটাকে আমি সমীহ করি। কিন্তু নিয়ম তো সবার জন্যেই সমান তাই না?”

আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ‍্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট

 

 

 

Related articles

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...
Exit mobile version