এযেন গোদের ওপর বিষফোঁড়া। একেই তো ম্যাচ হার, তারওপর ফেডারেশনের কাছে অভিযোগ। মরশুমের প্রথম বড় ম্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। এর ফলে দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বির রং হল লাল-হলুদ। আর এই জয়ের পরই এআইএফএফ-এর কাছে মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের অভিযোগ ডুরান্ড কাপের নিয়ম ভেঙে ৩ ম্যাচে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান। যেখানে ডুরান্ড কাপের নিয়ম, গোটা টুর্নামেন্টে মোট ৩০ জন ফুটবলার খেলাতে পারবে প্রতিটি দল।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের অভিযোগ, প্রথম দুটি ম্যাচে ২৭ জন ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। শনিবারের ম্যাচে আরও ছ’জন ফুটবলার খেলানো হয়েছে। যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ তিন জন খেলানো যেতে পারত। আর এই নিয়েই এআইএফএফ -এর কাছে অভিযোগ করে লাল-হলুদ। এই নিয়ে মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও। তিনি বলেন,” মোহনবাগান তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডুরান্ডে। এর মধ্যেই ওরা ৩৩ জন ফুটবলারকে ব্যবহার করে ফেলেছে। ডুরান্ডে নিয়ম রয়েছে ৩০ জনকে খেলানোর। আমরা কখনও ৩০ জনের বেশি ফুটবলারকে খেলাব না। ওরা নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে।”
এরপরই কুয়াদ্রাত আরও বলেন,” নিয়ম সব জায়গায় সমান ভাবে কাজে লাগানো হয় না, এটা দেখে অবাক হয়েছি। মোহনবাগানের ব্যাপারটা বুঝতে পারছি। ওরা সবাইকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এরপরে ওদের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেটাকে আমি সমীহ করি। কিন্তু নিয়ম তো সবার জন্যেই সমান তাই না?”
আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট