Sunday, November 9, 2025

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল, সমতা ফেরাতে মরিয়া হার্দিকরা

Date:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচে টি-২০ সিরিজে ২-১ পিছিয়ে হার্দিক পান্ডিয়ারা। আজ ফ্লোরিডায় ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ এবং পঞ্চম টি-২০ ম্যাচ। এর আগেও এখানে খেলেছে ভারতীয় দল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রথম দুই ম্যাচে হারের সুবাদে হার্দিক পান্ডিয়ারা এখনও ১-২-এ পিছিয়ে রয়েছেন। আজ জিতলে সিরিজে ভেসে থাকা যাবে। না হলে গেল।

একবছর পর এই মুলুকেই হবে টি-২০ বিশ্বকাপ। ফলে অনেকের কাছে এটা স্টেজ রিহার্সালের মতো। এমনিতে নির্বাচকরা সিনিয়রদের টি-২০ পরিকল্পনার বাইরে রেখেছেন। তাঁরা দেখে নিতে চান নতুন মুখদের। আর তাই যদি হয় তাহলে যশস্বী জসওয়াল আরও একটা সুযোগ পাবেন শনিবারের ম্যাচে। আর একটা সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদব রান পেয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে দলের ব্যাটিংয়ে। কিন্তু শুভমন গিলকেও এবার রান করতে হবে। আর ঈশান কিষাণকে দেখে নেওয়া হয়ে গিয়েছে। তিনি হয়তো শনিবারের ম্যাচে বাইরেই থাকবেন।

আগের ম্যাচে কমপ্লিট ক্রিকেট খেলেছে ভারত। বোলাররা ক্যারিবিয়ান স্কোরকে আটকে রাখার পর বাকি কাজ করে দিয়েছেন ব‍্যাটারা। অর্শদীপ ও মুকেশ ফের নতুন বলে শুরু করবেন। তারপর স্পিনাররা। কুলদীপ এই সফরে নতুন করে জ্বলে উঠেছেন। একদিনের সিরিজে বসে থাকার পর যুজবেন্দ্র চ‍্যাহালও ভাল বল করছেন। শুধু অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই। বল হাতে বেশি উইকেটও নেই!

ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ভারতকে টেক্কা দিলেও তৃতীয় ম্যাচে প্রবল ধাক্কা খেয়েছে ৭ উইকেটে হেরে। নিকোলাস পুরান রান না করলেও এই দল দাঁড়িয়ে যাচ্ছে। হেটমেয়ার বা পাওয়েল পুরানের জায়গা নিতে পারছেন না। বোলিংয়ে শেফার্ড বা আলজারি জোসেফ ভারতকে বেগ দিচ্ছেন।

আরও পড়ুন:আজ মরশুমের প্রথম ডার্বি, কোথায় কখন দেখবেন বড় ম‍্যাচ? রইল বিস্তারিত

 

 

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version