Sunday, May 4, 2025

সুফিয়ানের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি নেই, গোষ্ঠীকোন্দল ঢাকতেই বিজেপির অপপ্রচার: তোপ কুণালের

Date:

নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেখানে ১২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ছ’টি আসন। স্বাভাবিক ভাবেই সেখানে তৃণমূলেরই প্রধান হওয়ার কথা।শেখ সুফিয়ানের জামাই হাবিবুল প্রধান নির্বাচিত হন।কিন্তু তিনি অন্য দলের সহযোগিতা নিয়ে প্রধান হয়েছেন বলে অপপ্রচার শুরু হয়।এপ্রসঙ্গে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,নন্দীগ্রামে জেলা পরিষদে ১০হাজার৪৫৭ ভোটে তৃণমূল লিড করছে। শুভেন্দুর বিজেপি বিপুল পরিমাণ ভোটে পিছিয়ে থাকার জন্য তাল জ্ঞান হারিয়েছে। মহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে অপপ্রচার চলছে।রটনা চলছিল অন্য দলের সমর্থনেই প্রধান হয়েছে হাবিবুল।

তার দাবি, হাবিবুলের সঙ্গে অন্য কোনও দলের কোনও সম্পর্ক নেই। কারও সহযোগিতা হাবিবুল চাননি। সম্পূর্ণ নিজেদের জোরে তৃণমূল বোর্ড গঠন করেছে।কুণাল ঘোষ বলেন, কোনও ভুল বোঝাবুঝি নেই।ওই পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান দুজনেই তৃণমূলের।

 

এদিন সুফিয়ান দাবি করেন, দেবব্রত মাইতি খুনের মিথ্যা মামলায় তাকে এবং তার জামাইকে ফাঁসিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপির সঙ্গে আমার সংযোগ আছে এই অপপ্রচার করে আমার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে।তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনে কোনও গাদ্দার নেতা ছিল না আমি নেতৃত্ব দিয়েছিলাম। আদি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দল থেকে চোখ ঘোরাতেই এইসব অপপ্রচার করা হচ্ছে।

কুণাল বলেন, আগামী লোকসভায় তৃণমূল ২৫ হাজার ভোটে লিড করবে নন্দীগ্রামে। শুভেন্দু নিজে নন্দীগ্রাম সামলাতে পারছে না। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান ছিল আছে এবং থাকবে।

 

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version