Friday, November 14, 2025
উৎপল সিনহা

‘ চুম্বন ব্যাপারটাই এক অমর ঘটনা । পর্যটকের মতো এটা ঘুরতে থাকে মানুষের ঠোঁট থেকে ঠোঁটে , এক শতবর্ষ থেকে আরেক শতবর্ষে , অনতিগম্য সময়কাল ধরে । নারী এবং পুরুষ উভয়েই এই চুম্বনকে অর্জন করে , তারপর একে অপরকে সেটি প্রদান করে , তারপরে পালা করে মারা যায় । ‘

( গী দ্য মোপাসাঁ ) তার মানে , পুড়ে যায় এ জীবন নশ্বর , কিন্তু চুম্বন অবিনশ্বর । তাহলে কি অবিনশ্বর হবার বাসনা নেই মানুষের ? নেই আবার ! একশো শতাংশ আছে । মানুষ তো আদিকাল থেকেই অমরত্ব সন্ধানী । চিরঞ্জীব হওয়ার আকাঙ্খা আছে বলেই তো যুগে যুগে বিশ্বের দেশে দেশে এ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা আর গবেষণার বিরাম নেই । আলাদিনের আশ্চর্য প্রদীপ এখনও হাতে আসে নি বটে , তবে আশার আলো দেখাচ্ছে এক বিশেষ প্রজাতির জেলিফিশ ।

‘ কখনও মৃত্যু হবে না ! সে কেমন জীবন হবে ? ‘ অবশ্য সম্পূর্ণ অমর এখনই বলা যাচ্ছে না জেলিফিশের এই বিশেষ প্রজাতিকে । বলা হচ্ছে , ‘ প্রায় অমর ‘ । ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ । প্রাণীবিদদের কাছে যার পরিচয় (turritopsis dohrnii ) টারিটোপসিস ডোরনি । একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে ‘ অমর জেলিফিশ ‘ নামে চিহ্নিত করা হয়ে থাকে । কিন্তু কীভাবে এরা নিজেদের ‘ প্রায় অমর ‘ করে রেখেছে ? এর উত্তরে বলতে হয় , মৃত্যুর কোনোরকম আশঙ্কা থাকলেই এরা বার্ধক্যের উল্টো পথ ধরে । ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন , যদি এই জেলিফিশের শরীরের কোনোও অংশে আঘাত লাগে বা অসুস্থতা আসে , তাহলে সঙ্গে সঙ্গে এরা ‘ পলিপ দশা ‘ – য় চলে যায় । চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে । এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে । আর এভাবেই কমিয়ে দেয় বয়স । এই সময়টুকুর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তরিত করে এই জেলিফিশ এবং বয়স একেবারে কমিয়ে ফেলে । এভাবেই বারবার রূপান্তর ঘটিয়ে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে । যদিও এদের ‘ অমর ‘ বলার ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে । কোষের রূপান্তরের মাধ্যমে বয়স পিছিয়ে দেওয়াকে কি ‘ অমর ‘ বলা যায় ? রয়ে গেছে প্রশ্ন । তা সত্ত্বেও গবেষণা চলছে নিরন্তর । কোষের রূপান্তরের মাধ্যমে মানুষের বার্ধক্যকে ঠেকিয়ে রাখা যায় কিনা তা নিয়ে বিশ্বজুড়ে পরীক্ষা- নিরীক্ষার বিরাম নেই । চলছে মানবজাতির অমরত্বের সন্ধান । ভরসা জোগাচ্ছে জেলিফিশ । জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী , যাদের পৃথিবীর সব মহাসাগরে দেখা যায় । নামে ‘ ফিশ ‘ হলেও এটি মাছ নয় , এদের মেরুদণ্ড নেই । প্রায় পাঁচ হাজার কোটি বছর ধরে সমুদ্রে এদের বাস ।

ঘণ্টাকৃতি জেলীসদৃশ এই প্রাণীর দেহ গঠিত জেলিটিন সমৃদ্ধ ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা নিয়ে । কর্ষিকায় থাকে মারাত্মক বিষ , যা প্রাণঘাতী ।‌জেলিফিশের বৈজ্ঞানিক নাম Aurelia Aurita , অরেলিয়া অরিতা । এরা সমুদ্রে স্রোতের টানে ভেসে বেড়ায় । ভাটার সময় বেলাভূমিতে থাকে । জেলির মতো নরম থলথলে এবং অর্ধস্বচ্ছ ছত্রাকৃতি দেহ নিয়ে সমুদ্রে এদের অবাধ বিচরণ ।

ফেরা যাক জৈবিকভাবে অমর জেলিফিশে । এদের দেখা মেলে ভূমধ্যসাগর এবং জাপান এলাকায় । এটিই এখনও পর্যন্ত একমাত্র প্রাণীর উদাহরণ যা যৌন পূর্ণতাপ্রাপ্তির পর নিজেকে সম্পূর্ণরূপে একটি যৌন অপূর্ণাঙ্গ ঔপনিবেশিক পর্যায়ে রূপান্তরিত করার ক্ষমতা রাখে । টারিটোপসিস ডোরনি প্রজাতির জেলিফিশের জিন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দাবি করেছেন , এর সাহায্যে মানুষেরও অমরত্বপ্রাপ্তির পথের সন্ধান মিলতে পারে । রোগে ভুগে এই বিশেষ ক্ষমতার অধিকারী জেলিফিশের মৃত্যু হতেই পারে , তবে প্রাপ্তবয়স্ক জীবন থেকে লার্ভা পর্যায়ে ফিরে যাবার ক্ষমতা রয়েছে এদের , যার ফলে বার্ধক্যকে বিপরীতমুখী করে যতদিন চায় ততদিন বেঁচে থাকতে পারে এরা । প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল আকাদেমি অফ সায়েন্সেস-এ প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ সমীক্ষা । তথাকথিত ‘ অমর ‘ জেলিফিশের জিনোম সিকোয়েন্স এবং ডি এন এ- র
সঠিক অংশটিকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন বিজ্ঞানীরা , যেটি আসলে একটি বৃদ্ধ জেলিফিশ । গবেষণার জন্য নির্দিষ্ট ডি এন এ খণ্ডগুলি বিচ্ছিন্ন করা হয়েছিল। এটি আবার মেটাজোয়ান নামেও পরিচিত , যারা নিজেদের একটি অতি ক্ষুদ্র সংস্করণে রূপান্তরিত করার কাজে ব্যবহৃত হতে পারে । বারবার নিজেদের পুনরুজ্জীবিত করতে পারে বলেই জেলিফিশের এই বিশেষ প্রজাতি জৈবিক অমরত্বের ইঙ্গিত দেয় এবং বার্ধক্য সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে । বিজ্ঞানীদের একাংশের দাবি , আজ থেকে বহু দশক পরে সম্ভবত মানুষের বার্ধক্যকে বিপরীতমুখী করার পথ দেখাতে পারে জেলিফিশ নিয়ে এই গবেষণা এবং এমন অনেক রোগ নিরাময় করতে পারে যা এই মুহূর্তে দাঁড়িয়ে কল্পনা করাও অসম্ভব । তাহলে আসুন , অমরত্বপ্রাপ্তির প্রস্তুতিপর্বে সমবেত কণ্ঠে জীবনের জয়গানে আরেকবার সোচ্চার হই ।

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন পুজোর মহিলা উদ্যোক্তারা, নেতৃত্বে চন্দ্রিমা

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version