Thursday, August 28, 2025

পরিযায়ী শ্রমিকদের পরিষেবায় এবার স্টেশনে খোলা হবে হেল্প ডেস্ক, সিদ্ধান্ত নবান্নের

Date:

Share post:

রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য হাওড়া শিয়ালদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনে হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া, শিয়ালদহর পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহ , নিউ জলপাইগুড়ির মত স্টেশনে জিআরপির দফতরে ওই হেল্প ডেস্ক খোলা হবে। শুক্রবার নবান্নে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই বৈঠকে আসন্ন দুয়ারে সরকার কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্তকরণের জন্য বিশেষ শিবির খোলার ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ‌্যজুড়ে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করার মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের একটি তথ্যভাণ্ডার তৈরি করতে চায়। এর ফলে কোন শ্রমিক কোন রাজ্যে কাজ করতে যাচ্ছেন বা ফিরছেন সে সম্পর্কে সর্বশেষ তথ্য সরকারের কাছে থাকবে। সরকারি তালিকায় নাম থাকা কোনও পরিযায়ী শ্রমিক যদি অন্য রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ হয়ে আহত হলে আর্থিক সাহায্য দেওয়া হবে চিকিৎসার জন্য। যদি কোনও পরিযায়ী শ্রমিকের অঙ্গহানি-সহ অন্য কোন বড় ক্ষতি হয়, তাহলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।

শুক্রবার নবান্নের বৈঠকে রাজ্যের মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে বৈঠক করেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সভাপতি সামিরুল ইসলাম। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন চালু করা হচ্ছে। যাতে তাঁদের সমস্ত তথ‌্য সরকারের কাছে থাকে। এছাড়াও এই শ্রমিকদের উন্নতিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- হকার-বি.রোধী নির্দেশিকা জারি পূর্ব রেলের! প্র.তিবাদে সরব তৃণমূল

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...