সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে ক্রিকেট থেকে কিছুদিনের বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। আমেরিকায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করেন ভারত শর্মা। তারপর দেশে ফিরে এসেছেন হিটম্যান। এশিয়া কাপের আগে আর কোন সিরিজে নেই রোহিত-সহ বিরাট-জাদেজারা। একদিনের বিশ্বকাপ, এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তাই এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন রোহিত। আর বিশ্রামের ফাঁকেই স্ত্রী মেয়েকে নিয়ে তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিতে গেলন হিটম্যান। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিন তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিতে যান রোহিত। রোহিত এবং তাঁর পরিবারের জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাঁদের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হয়নি। মন্দিরে রোহিত আসছেন শুনে বহু অনুরাগী তাঁকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। ভক্তদের দেখে হাত নাড়েন রোহিত। এরপর স্ত্রী, মেয়েকে নিয়ে নির্বিঘ্নে দর্শন করেন মন্দির।
Rohit Sharma & his family visited Tirupathi Balaji Temple.pic.twitter.com/2HRFACIzdJ
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023
চলতি বছর ভারতে মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে ভারতের ঝুলিতে নেই কোন আইসিসির ট্রফি। সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:ডার্বি হারের পর কী বললেন বাগান কর্তা দেবাশিস দত্ত?