Thursday, August 28, 2025

সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করতে চাইছেন মোদি, অভি*যোগ বিরোধীদের

Date:

চলতি বাদল অধিবেশনে একের পর এক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড (Opposition MPs suspended)করা হয়েছে। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury), আম আদমি পার্টির (AAP)নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)সকলেই রয়েছেন। এই তালিকায় সাংসদের পাশাপাশি সংসদীয় কমিটির (parliamentary committees )চেয়ারম্যান বা সদস্যও রয়েছেন।পদত্যাগ করেছেন কংগ্রেসের জয়রাম রমেশ (Jairam Ramesh) । কাউকে আবার অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করায় স্বাভাবিক ভাবেই সংসদীয় কোনও কাজেই তাঁরা যোগ দিতে পারছেন না। কিন্তু মোদি সরকারের (Modi Government)তাই নিয়ে কোনও হেলদোল নেই। কারণ কেন্দ্রীয় সরকার আসলে যে সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে, সেই অভিযোগই জোরালো হচ্ছে বিরোধীদের তরফে।

স্বাধীকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে অধীর চৌধুরী এবং রাঘব চাড্ডাকে । যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও ব্যখ্যা দেয়নি মোদি সরকার । নিজেদের মতো করেই সংসদীয় কাজ পরিচালনা করতে চাইছেন বলেই তীব্র আক্রমণ বিরোধীদের। সাসপেন্ড হওয়া সাংসদ অধীর চৌধুরী লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কতগুলি কমিটির সদস্যপদে রয়েছেন তিনি। আম আদমি পার্টির সংসদ রাঘব চাড্ডা অর্থনৈতিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন। গত ১০ আগস্ট সাসপেন্ড করা হয় অধীর রঞ্জন চৌধুরীকে । অসংসদীয় আচরণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্বাধীকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি। ১১ আগস্ট আপের রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে সংসদের বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বন সংরক্ষণ বিল, অনুসন্ধান এবং রিসার্চ বিল এবং বায়ো ডাইভারসিটি বিল, সংসদীয় কমিটির রিপোর্ট এড়িয়ে পাশ করানোয় পদত্যাগ করেছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশও ।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version