Saturday, November 8, 2025

ইনস্টাগ্রাম নিয়ে বচসার জের! যোগীরাজ্যে মর্মান্তিক পরিণতি মহিলার

Date:

তিনি দুই সন্তানের মা। ইন্সটাগ্রামে (Instagram) তাঁর প্রচুর ফলোয়ার (Follower)। কিন্তু স্ত্রীর অ্যাকাউন্ট থেকে নিজের স্বামীকেই ব্লক (Block) করা রয়েছে। আর তাতেই চটে লাল স্বামী। এদিকে রাগের বশেই দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। যোগীরাজ্যের (Yogi Adityanath) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর পাঁচটা নাগাদ লখনৌয়ের হাইওয়েতে (Lucknow Highway) গাড়ির মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুনের পর সন্তানদের গাড়িতে ভিতর আটকে রেখেছিল অভিযুক্ত। এখনও পর্যন্ত অভিযুক্ত বা তাঁর স্ত্রীর পরিচয় অজানা। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৭ বছর। তাদের ১৫ বছরের বিবাহিত জীবন। বর্তমানে তাদের সাড়ে ১২ বছর বয়সি কন্যা এবং পাঁচ বছরের পুত্র রয়েছে। অভিযুক্তের একটি পর্যটন সংস্থা রয়েছে বলেও খবর। গোটা ঘটনার বিবরণ পুলিশের কাছে বর্ণনা করেছে নিহত মহিলার কন্যা।

 

আর মেয়ের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের দাবি, মনে হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা। এই নিয়ে দম্পতির মধ্যে ঝামেলার সূত্রপাত। আর সেই ঘটনার জেরেই খুন। রবিবার সপরিবারে গাড়িতে চেপে বেড়াতে যাওয়ার কথা বলে অভিযুক্ত। সেই অনুযায়ী সকলকে নিয়ে গাড়িতে চড়িয়ে সওয়ারি শুরু করেন। সুলতানপুর এলাকায় গাড়ি পৌঁছনোর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা তুঙ্গে ওঠে। চলন্ত গাড়ির মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। পরে নাবালিকার বয়ানের ভিত্তিতে তার বাবা অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version