Sunday, August 24, 2025

তিনি দুই সন্তানের মা। ইন্সটাগ্রামে (Instagram) তাঁর প্রচুর ফলোয়ার (Follower)। কিন্তু স্ত্রীর অ্যাকাউন্ট থেকে নিজের স্বামীকেই ব্লক (Block) করা রয়েছে। আর তাতেই চটে লাল স্বামী। এদিকে রাগের বশেই দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। যোগীরাজ্যের (Yogi Adityanath) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর পাঁচটা নাগাদ লখনৌয়ের হাইওয়েতে (Lucknow Highway) গাড়ির মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুনের পর সন্তানদের গাড়িতে ভিতর আটকে রেখেছিল অভিযুক্ত। এখনও পর্যন্ত অভিযুক্ত বা তাঁর স্ত্রীর পরিচয় অজানা। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৭ বছর। তাদের ১৫ বছরের বিবাহিত জীবন। বর্তমানে তাদের সাড়ে ১২ বছর বয়সি কন্যা এবং পাঁচ বছরের পুত্র রয়েছে। অভিযুক্তের একটি পর্যটন সংস্থা রয়েছে বলেও খবর। গোটা ঘটনার বিবরণ পুলিশের কাছে বর্ণনা করেছে নিহত মহিলার কন্যা।

 

আর মেয়ের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের দাবি, মনে হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা। এই নিয়ে দম্পতির মধ্যে ঝামেলার সূত্রপাত। আর সেই ঘটনার জেরেই খুন। রবিবার সপরিবারে গাড়িতে চেপে বেড়াতে যাওয়ার কথা বলে অভিযুক্ত। সেই অনুযায়ী সকলকে নিয়ে গাড়িতে চড়িয়ে সওয়ারি শুরু করেন। সুলতানপুর এলাকায় গাড়ি পৌঁছনোর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা তুঙ্গে ওঠে। চলন্ত গাড়ির মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। পরে নাবালিকার বয়ানের ভিত্তিতে তার বাবা অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version