Saturday, November 8, 2025

কলকাতা লিগে পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসি। ডার্বি জেতার পর এবার কলকাতা লিগেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল বিনু জর্জের ছেলেরা। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন, অভিষেক কুঞ্জম এবং বিষ্ণু। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষদিকে যদিও ইস্টবেঙ্গলকে জয় এনে দেন সুপার সাব পিভি বিষ্ণু।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গল। সাত মিনিটেই আক্রমণ তুলে এনেছিলেন তন্ময় দাস। তাঁর হেড দারুণভাবে বাঁচান পুলিশ গোলরক্ষক শুভঙ্কর ঘোষ। ১৫ মিনিটেই গোল তুলে নেয় লাল-হলুদ। জেসিন টিকের দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে যান অভিষেক কুঞ্জম। বল ধরে শুভঙ্করকে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান অভিষেক। এরপর  ২৭ মিনিটে ফের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। গুনান্দ সিং সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৩২ মিনিটে আবারও অভিষেক গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেখান থেকেও গোল হয়নি। ইনস্টেপ ব্যবহার করতে গিয়ে বল পায়ে জড়িয়ে ফেলেন তিনি। প্রথমার্ধের শেষদিকে ধীরে ধীরে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে পুলিশ এসি। তবে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

প্রথমার্ধে সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে লাল-হলুদের জালে বল জড়িয়ে দেন গুরনেজ সিং। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান আফিফ খান। সোল টার্নে বল কাটিয়ে ক্রস করেন তিনি। সুযোগ সন্ধানী গুরনেজ দেহের ভারসাম্য কোনওমতে ঠিক রেখে বল জালে জড়ান। চোটের জন্য ইস্টবেঙ্গল খেলাতে পারেনি কুশ ছেত্রীকে। মাঝমাঠের দখল প্রথমার্ধে ইস্টবেঙ্গলের কাছে থাকলেও সময় বাড়তেই পুলিশ খেলাটা ধরে নেয়। দ্বিতীয়ার্ধে গোল করার পর, মাঝমাঠে ইস্টবেঙ্গলের একের পর এক পাস ইন্টারসেপ্ট করে নিতে থাকেন পুলিশের ফুটবলাররা। ফলে আক্রমণের ঝাঁজ বাড়াতে পারছিল না লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে গোল করা অভিষেককে তুলে নেন বিনু জর্জ। শেষদিকে মাঠে নামেন সুমন দে। নেমেই দারুণ একটা শট নেন তিনি। তবে তা সোজা শুভঙ্করের হাতে চলে যায়। ম্যাচের একেবারে শেষদিকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু পিভি। অভিষেকের জায়গায় নামা বিষ্ণু দারুণ ভাবে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।

আরও পড়ুন:ডার্বি অতীত, এএফসি কাপে মাছিন্দ্রা এফসিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়াই লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version